আমাদের কথা খুঁজে নিন

   

হঠাত আবিষ্কার - ০১

leo_abdullah@yahoo.com

বিজ্ঞানীরা কেবল সুনির্দিষ্ট উদ্দেশ্য নিয়েই কাজ করেন। তাদের কাজের মধ্যে আছে নিয়মতান্ত্রিকতা এবং সুনির্দিষ্ট প্যাটার্ন। তবে মজার কথা হলো যে, সুনিয়ন্ত্রিত কাজের এই ধারা থেকে তারা যেমন সবসময় আশাব্যঞ্জক ফল পান না তেমনি অনেক সময় অনেক নতুন জিনিসও আবিষ্কার করে ফেলেন তারা হঠাত করেই। আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহৃত এমন অনেক জিনিসপত্রই আছে যা হঠাত আবিষ্কারের ফল। এমনি কিছু আবিষ্কারের সিরিজ গল্প - হঠাত আবিষ্কার।

সুপার-গ্লু সুপার-গ্লু বা ক্রেজি গ্লু নামের যে বস্তুটি আমরা প্রতিদিন নানা জিনিসপত্র জোড়া লাগানোর কাজে অহরহ ব্যবহার করে থাকি তার আসল নাম হলো সায়ানোয়াক্রাইলেট । ডক্টর হ্যারি কুভার দুইবার একে আচমকা আবিষ্কার করেন। প্রথমবার ১৯৪২ সালে, যখন তিনি বন্দুকের সাইটের জন্য স্বচ্ছ প্লাস্টিক আবিষ্কারের চেষ্টা করছিলেন। এর নয় বছর পর আবার দ্বিতীয়বার আবিষ্কার করেন এই বস্তুটি। এবার তিনি কাজ করছিলেন জেট প্লেনের ককপিটের জন্য তাপ নিরোধক পলিমার তৈরি ওপর।

দুই ক্ষেত্রেই তার নতুন বস্তুটি প্রয়োজনের তুলনায় বেশি আঠালো মনে হচ্ছিলো। বস্তুত তিনি বেশ সমস্যায় পড়ে গিয়েছিলেন যখন দুটো দামি গ্লাস লেন্সকে আটকিয়ে দেয়ার পর সেগুলোর ক্ষতি হয়েছিল। অবশেষে তিনি বুঝতে পারলেন জোড়া লাগানোর দুর্দান্ত ক্ষমতা সম্পন্ন এ আঠার নিশ্চিত কোনো ব্যবহার আছে এবং ১৯৫৮ সালে সুপার-গ্লু নামে এটিকে বাজারজাত করেন। আসলে সুপার-গ্লু কিন্তু প্রয়োজনের চেয়েও বেশি কিছুতে পরিণত হয়েছে। এটা ভিয়েতনামের যুদ্ধের সময় অসংখ্য সৈনিকের প্রাণ বাচিয়েছে।

যুদ্ধক্ষেত্রে থেকে আহত সৈনিকদের হসপিটালে আনার আগে তাদের ক্ষত স্থান বন্ধ করার জন্যও ব্যবহার করা হয়েছে সুপার-গ্লু।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।