পদ্য + কবিতা
হাঁটতে পারি
--------------পদ্যবিতা
১২/৯/২০১৩
আমি এখন হাঁটতে পারি
ধুলো জলে নিজের মত
আলগা করে মনের ক্ষত
মুছতে পারি। হাঁটতে পারি।
আমি এখন হাঁটতে পারি
ছোট্ট বেলার বাইসাইকেলে
সবুজ পথের অস্তাচলে
চলতে পারি। হাঁটতে পারি।
আমি এখন হাঁটতে পারি
মস্ত বড় চাঁদের ছায়ায়
বিলের ধারে দখিন হাওয়ায়
বসতে পারি।
হাঁটতে পারি।
আমি এখন হাঁটতে পারি
ভর দুপুরে বন বাদাড়ে
কাশবন আর নদীর পাড়ে
ঘুরতে পারি। হাঁটতে পারি।
আমি এখন হাঁটতে পারি
ইট কাঠের বন্দীশালায়
দূর অতীতের বাল্যবেলায়
ভাসতে পারি। হাঁটতে পারি।
আমি এখন হাঁটতে পারি
মনের দুয়ার খুলে দিয়ে
বেগুনী ঘুড়ির নাটাই নিয়ে
উড়তে পারি। হাঁটতে পারি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।