যুগান্তরের প্রথম সম্পাদক গোলাম সরওয়ার। পত্রিকাটির ১২ টা বাজিয়ে হঠাত একদিন চেলা-চামুন্ডা নিয়ে চলে গেলেন ’সমকাল’ গড়তে। প্রায় ডুবতে বসা যুগান্তরের হাল ধরলেন এবিএম মূসা।
মাত্র ক’মাসের মাথায় আবার যুগান্তরের সম্পাদক বদল হলো। ভোরের কাগজ ছেড়ে তৃতীয় সম্পাদক হিসেবে দায়িত্ব নিলেন আবেদ খান।
এরপর ঘটলো মজার ঘটনা। খানের চেয়ারে গোলাম আর গোলামের চেয়ারে খান। আবেদ খান সমকালে আর গোলাম সরওয়ার যুগান্তরে।
২/১ দিনের তাজা খবর : গোলাম যায়যায়দিনের সম্পাদক হিসেবে দায়িত্ব নিচ্ছেন। শফিক রেহমানকে যাযাদির মালিকানা সহ সম্পাদকের দায়িত্বও ছেড়ে দিতে হচ্ছে।
সবকিছুই ঠিক হয়েছে- বিদেশের মাটিতে।
রাজনীতিতে শেষকথা বলে কিছু নেই। ইদানীং দেখা যাচ্ছে, গোলাম আর খানদের মতো তথাকথিত সম্পাদকদের কর্মকান্ডেও শেষ বলে কোনো কথা নেই...
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।