দেখিস ঠিকই আমি যে তোর কষ্ট হব ভিষন কষ্ট বুঝবি না তুই ভুলেও কভূ দু'চোখ তখন অন্ধ হবে চিরতরে, এমন যদি বলিস্রে তুই ভাবিস কভু কষ্ট দিব,ভুলে যাব তোর ছোঁয়াটা ভুলেও কভূ ভুলটি করে । অবশেষে হাঁসিটুকু রেখে যাব তোর ঠোঁটেতে হারিয়ে যাব দিগন্তের ঐ অনেক দূরে কোথাও খুজে পাবি না আর চাস্ও যদি, সঙ্গে নিব তোর কষ্টে মোড়া ভাবনা গুলো একলা তখন ভাবব নিজেই নয়ন জলে সুখটা দিয়ে তোকে নিরবধি ।। বলনা শুধু ছোট্ট করে,আনমনে আলতো করে সঙ্গোপনে নিবিঢ় করে আধো স্বরে আমায় কি তুই কষ্ট দিবি ???
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।