যখন বিকাল হতে থাকে, হতে হতে সূর্যটা ঢলে পড়ে, পড়তে থাকে
বিবাহ মানেই ঘটক। আর ঘটকের জন্য ছাতি, হেরিকেন, লুংগি, মিস্টি বরাদ্দ হতো উদারহস্তে। প্রচলিত অর্থে ঘটক বলতেই ফ্রেঞ্চ ওরফে ছাগুলে দাড়ির হাড্ডিসার একজন মৌলভীর চেহারা আমাদের মনে পড়লেও কালক্রমে সেখানে লেগেছে যুগের হাওয়া। নাগরিক জীবনের ঘটক মানে এখন কর্পোরেট বাণিজ্য। অফিস বসিয়ে ঘটকরা এখন ম্যারিজব্যুরোর সাইনবোর্ড টানিয়েছে।
বাহারী তাদের নাম। স্পন্দন, বন্ধন, সুতো ইত্যাদি ছন্দে বিবাহযোগ্যদের আকর্ষণের চেষ্টা।
ব্যক্তিগত প্রয়োজনে আমার এমন কিছু ম্যারিজ ব্যুরোর খোঁজ নেয়া জরুরী হয়ে পড়েছে। জানতে হবে তাদের মান, নিয়মাবলী আর গ্রহণযোগ্যতা। খরচাপানি কেমন হবে তাও।
তবে আপনাদের নিশ্চিত করতে পারি এটা আমার দ্বিতীয় বিবাহের প্রচেষ্টার অংশবিশেষ নহে। তবে ব্লগার কারো কারো প্রয়োজনে বাইপ্রোডাক্ট লেগে যেতে পারে। দয়া করে কেউ কিছু জানলে একটু জানাবেন কি?
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।