যখন বিকাল হতে থাকে, হতে হতে সূর্যটা ঢলে পড়ে, পড়তে থাকে
চরিত্র যায় না ধুইলে। মরলে। কোপাইলে। কবরে বসেও পাকিস্থানী এই সব চরিত্রহীনদের দোসর বাংলাদেশের বিরোধিতা করবে। এদের মুখের ভাষা কখনই যে ইসলামী ছিল না তা বুঝতে নিশ্চয়ই আপনাদের আর বাকী নাই।
এরা ছদ্মাবরণে ইসলামী কথা বলে। আক্রমনে ঠিক বের হয়ে আসে খোলস। রাজাকার বিরোধী আন্দোলন শুরু হবার সাথে সাথে তাদের মুখে আল্লাহর নাম ছেড়ে এখন হারামজাদা ওঠে।
কোন নবী কি গালি দিছে? কিন্তু রাজাকাররা দিছে। ৭১ এ বাঙালীরে কইছে হারামজাদা, আজকেও এরা বলে হারামজাদা।
এদের কে প্রতিহত করুন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।