শিরোনামটা গতকালের খবরে প্রকাশ হইল। কিন্তু পাবলিকের এটা নিয়া কোন মাতামাতি নাই।
কে ক্ষমতায় আইলো আর কে ক্ষমতায় গেলো। পাবলিক শুধু চায় মৌলিক কয়েকটি বিষয়ের নিশ্চয়তা চায়। যাকে আমরা বলে থাকি অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিতসা, শিক্ষা।
এর কোনটিরই নিশ্চয়তা কোন সরকারই কোনকালে দিতে পারেনি।
যাহোক, বর্তমান প্রেক্ষাপটে আমরা পাবলিকরা দ্রব্যমূলের দাম সহনশীল মাত্রায় দেখতে চাই। সরকার নির্বাচিত কি অনির্বাচিত অথবা ততাবধায়ক কি অন্তবর্তীকালীন ইত্যাদি নিয়া পাবলিকের কোন মাথা ব্যাথা নেই।
আমার মত মানুষ মাসে ২৫ হাজার টাকা ইনকাম করেও যখন বাজারে গিয়ে মেজাজটা বিগড়ে যায় তখন নিম্নআয়ের মানুষের কি দশা হয় তাতো বুঝাই যায়।
মানুষের ৫টি মৌলিক চাহিদার মধ্যে অন্তত মোলিক ভাতের চাহিদা যেন ঠিকমত মিলে তার নিশ্চয়তা চাই।
ক্ষমতার ভাগবাটোয়ারা নিয়া আমাগো কুনো মাথা ব্যথা নাইক্যা।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।