আমাদের কথা খুঁজে নিন

   

খালেদা জিয়া আজ উত্তরবঙ্গ যাচ্ছেন

তিন দিনের সফরে আজ উত্তরবঙ্গে যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়া। আগামী রবিবার তিনি রংপুরে এবং সোমবার রাজশাহীতে ১৮ দলীয় জোট আয়োজিত জনসভায় বক্তব্য রাখবেন। আজ বেলা ৩টার দিকে গুলশানের বাসা থেকে সড়কপথে রওনা দেবেন তিনি। রাতে বগুড়ায় পেঁৗছে সার্কিট হাউসে রাত যাপন করবেন। রবিবার বিকালে ১৮ দলীয় জোটের বিভাগীয় জনসভায় যোগ দেবেন বেগম জিয়া। পরের দিন সোমবার রাজশাহীতে জনসভায় বক্তব্য দেবেন তিনি। ওই রাতেই তার ঢাকা ফেরার কথা রয়েছে। এদিকে বেগম জিয়ার উত্তরবঙ্গ সফরকে কেন্দ্র করে গাজীপুর থেকে শুরু করে বগুড়া পর্যন্ত যাত্রাপথে ব্যাপক শোডাউনের প্রস্তুতি নেওয়া হয়েছে। গাজীপুরে পৃথক স্থানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, মেয়র অধ্যাপক আবদুল মান্নান, বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য চৌধুরী তানবীর আহমেদ সিদ্দিকীর সমর্থকরা রাস্তার দুই পাশে দাঁড়িয়ে বেগম জিয়াকে অভিনন্দন জানানোর প্রস্তুতি নিয়েছেন। টাঙ্গাইলে জেলা বিএনপির পর যমুনা নদীর পূর্ব পাশ্বর্ে ছাত্রদলের সাবেক সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু ও যমুনার পশ্চিমপাড়ে ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম খান আলীমের সমর্থকরা শোডাউনের প্রস্তুতি নিয়েছে। এ ছাড়া সিরাজগঞ্জের বিভিন্ন স্থানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ইকবাল হাসান মাহমুদ টুকুর সমর্থকরা রাস্তার দুই পাশে দাঁড়িয়ে বেগম জিয়াকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাবেন।

বগুড়া থেকে আমাদের নিজস্ব প্রতিবেদক জানান, বেগম খালেদা জিয়াকে গণসংবর্ধনা দিতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে জেলা বিএনপি। টানা দুই দিন জেলার পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হবে। এ জন্য বগুড়ায় ধানের শীষ প্রতীকে সড়ক বাতি লাগানো হয়েছে। তারেক রহমান, খালেদা জিয়া ও প্রেসিডেন্ট জিয়ার ছবি দিয়ে ব্যানার এবং ফেস্টুন লাগানো হয়েছে। বগুড়া জেলা বিএনপির সভাপতি ভিপি সাইফুল ইসলাম জানান, বিরোধীদলীয় নেতার বগুড়ায় আগমন উপলক্ষে ব্যাপক কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.