বিষন্ন দিনের, বিষন্ন সময়ের রূপকথা
নীল আকাশে সূর্যটা তখনো কালো মেঘে ঢাকা পড়ে নি । বিপুল উত্তালে কোনো ঝড়ো হাওয়াও তেমনভাবে তেড়ে আসে নি । তারপরেও মানুষ পথ হারায়, তারপরেও মানুষ ভালো মনে করে খারাপ পথটাকেই আপন করে নেয় । এ যেনো ঠিক শুকনো সমতল কোন প্রান্তরে শুধু শুধুই হোঁচট খাওয়া ।
আর যাই হোক মিথ্যে বলা আর প্রতারণা সহ্য হয় না ।
আর যাই হোক সুযোগ সন্ধানী খেলোয়ারকে মনে স্থান দিতে পারি না । লাভটুকুর মালিক যদি আমি হই তাহলে ক্ষতিটুকুও আমার হবে ।
আমি জানি তুমি এর কোনটাই নও । তবে যদি ভালোইবাসিলে বন্ধু, কেনো চলে গেলে । কেনো মিথ্যে করে দিয়ে গেলে সব তিল তিল করে গড়া সত্যের প্রহরগুলো ।
তবে কেন ভালবাসি, কেনইবা সত্যকে রাঙাই মিথ্যের কালিতে ।
যদি চলেই যাবে বন্ধু তবে শুধু কেন একটি চিরকুট দিয়ে গেলে, কেন লিখলে না একটি দীর্ঘ পত্র। কেন শুধুই লিখবে ক্ষমার কথা, কেন লিখলে না আরেকটিবার “যদি চলেও যাই,তবু বলব ভালবাসি ভালবাসি”।
আমি সেদিনও আশায় ছিলাম,হাসছিলাম যেদিন তোমার জীবনের হালখাতায় কেউ নতুন করে হিসেব লিখছিল, ভাবছিলাম ভালোবাসা ত মিথ্যে নয়, ভালোবাসা ত প্রতারণা নয়। এই ত সময় তার প্রমাণের।
প্রমাণ হয়েছিলো... ভালোবাসার সে প্রমাণিত সত্য একসাথে মিথ্যে করে দিয়েছিলো অনেকগুলো সত্যকে । না দোষ কারো নয়... শুধু সত্য বলার আর সত্যকে আঁকড়ে রাখার সৎ সাহস যে এখন আমাদের কারো নেই । আমিও মানিনি তাই সেই প্রমাণিত সত্যকে, অপেক্ষায় আছি আরো একটি সত্যের পরাজয়ের আশায় ।
তাইত বলি, “ভালোবেসে চলে যেও না... ভালোবেসে চলে যেতে নেই... । “
অভিমানে দিতে পারি পুরোটা সাগর,ঢেউয়ে ঢেউয়ে গোধূলির রঙ ছুঁয়ে ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।