আমার এক ক্লোজ বন্ধুর সাথে আমার একদিন কোন এক প্রসঙ্গে রাগারাগি হয় এবং এরপর থেকে যোগাযোগ বন্ধ হয়ে যায়। মাসখানেক পরে তার একটা মেইল পাই যেখানে সে একটা গল্প লিখে পাঠালো।
গল্পটা বলিঃ
দুই বন্ধু"অ" এবং "আ" নদীর ধারে হাটছিলো। এক পযর্ায়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয় এবং অ আ কে হিট করে বসলো। আ তার প্রিয় বন্ধুর আচরণে খুবই কষ্ট পেলো কিন্তু তাকে কিছুই বললো না ।
এরপর সে বালিতে লিখলো:
"আমার প্রিয় বন্ধু আজ আমাকে কষ্ট দিয়েছে। "
আরেকটু যাওয়ার পর হঠাৎ করে পা পিছলে আ গর্তে পড়ে গেল। অ সহসা আ কে গতর্ থেকে টেনে তুললো। এবার আ একটা পাথরে লিখলো:
"আজ আমার প্রিয় বন্ধু আমাকে বাচিয়েছে। "
অ আাকে জিজ্ঞেস করলো যখন আমি তোমাকে হিট করেছিলাম তখন তুমি বালিতে লিখেছো কিন্তু এখন পাথরে লিখলে কেন? আ বললো যখন কেউ আমাদের কষ্ট দেয় আমাদের উচিৎ সেটা মনের বালিতে লিখা যাতে ঝড় এসে মুছে দিয়ে যায় সকল কষ্ট।
আর কেউ যদি উপকার করে আমাদের উচিৎ সেটা মনের পাথরে লিখা যাতে কোন ঝড় বাতাস সেটা মুছতে না পারে।
এ গল্প পড়ার পর আমি তাকে ক্ষমা চেয়ে একটা ইমেইল পাঠালে সে ও তাই করে।
আমার এ পোষ্টটা অরূপ এবং আস্তমেয়েকে উদ্দেশ্য করে লেখা। যারা নিজেদের ভূল বুঝতে পেরেছেন। একে অন্যের কাছে ক্ষমা চেয়েছেন।
নিজেদের উদার মনের পরিচয় দিয়েছেন। ব্লগের সবারই উচিৎ এদের কাছ থেকে শিক্ষা নেয়া।
ধন্য হে অরূপ
ধন্য হে আস্তমেয়ে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।