[অন্যর দোষ না খুঁজে আগে যদি সবাই নজের দোষটা খুঁজত তাহলে বোধহয় সব সমস্যার সমাধান হয়ে যেত]............... [পথের শেষ নেই, আমার শেষ আছে, তাইত দ্বন্দ্ব] http://mamunma.blogspot.com/
ভাল লাগেনা, ভাল লাগে
সহ্য হয় না, সহ্য হয়
মন মানেনা আবার মেনেও নেয়।
জীবনতো ওমনই, ওমনই জীবন।
সাপে বিষ, ভয়ে মারে কেউ, কেউ আবার
বিষ জমিয়েই গড়ে জীবিকা।
নদী তীরে এসে ওরা গড়েছিল নগর,
আর তারা এসে সে নগরে লাগিয়ে দিল আগুন,
এরাও মানুষ, ওরাও তো তাই...
কারও কাছে ভাতই ভাল লাগে , কারও
কাছে ভাতেই চক্ষুশূল।
কারও কাছে তিক্ততাই ভাল লাগে, কারও
কাছে মিষ্টতাই জীবনের মূল।
আজকে যা ভাবে সব ঠিক, কাল কেন তা ভুল?
বোঝা যায় না, বোঝা যায়
তাই ঘুম আসেনা, আবার আসেও ঘুম।
স্বপ্নচুরি করে কেউ চোর হয়না আর
দুঃখ চুরি করে কেউ বনে যায় চোর।
ভালবাসা চেয়েও কারও পাওয়া যায়না
কেউ আবার ভালবাসা বিলায় এসে কাছেই।
বৃষ্টি চাইলে বৃষ্টি হয় না, রোদ হয়ে ওঠে তিক্ত
রোদ চাইলে রোদ কভু হেসে বলে আমিই তোমা ভক্ত।
চাইলেও পাওয়া যায় না, আবার পাওয়া যায়।
সুখের জলে ভেসেও কভূ সুখের ছোঁয়া পায় না প্রাণ
অথচ দুখের জলে ডুবেও কভূ প্রাণে ওঠে সুখেরই বুদবুদ।
জানার ক্ষুদ্র আবদ্ধে কেউ বনে যায় সবজান্তা
কেউ অনেক জেনেও ভাবে জানে না কিছুই।
জানা যায় না , জানাও যায়।
আগুন দেখেছিল বনে কেউ কোন কালে ,
লুকিয়েছিল ভয়ে গুহায়। আবার আগুনেরই
আশে সেই হয়তো ছুটেছিল বন হতে ও বনে।
জীবন কিছু না, আবার অনেক কিছুই ,
তাই সীমনা টেনোনা , ছুটোনা
নিমিষে পরাজয়ের পিছুপিছু।
মনে রেখ, জয় হয়না, আর জয়ও হয়।
২৩/৪/০৭
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।