আমাদের কথা খুঁজে নিন

   

কিছু হয়না..........

আমি ভুলতে চাই, কিন্তু পারি না , আমি মনে করতে চাই, তবুও পারি না , আমি ভালোবাসতে চাই, এটাও পারি না । আমি স্বপ্ন দেখি, বাস্তব হয় না, আমি কল্পনা করি, কিন্তু তুলিতে আসেনা, আমি আল্পনা আঁকি মনে, কিন্তু আঁকা হয় না । আমি সুরে সুরে বলি, কিন্তু কেউ শোনে না, আমি চিতকার করি, তবুও কেউ শোনে না, আমি নরম করে বলি, সেটাও নাকি হয় না । আমি আকাশে খুজি, সেখনেও পাই না, আমি বাতাসে খুজি, তবুও পায় না, আমি রোদ্রে খুজি, কিন্ত সেখানেও পায় না । আমি আলোতে থাকি, কেউ দেখে না, আমি আধারে থাকি, তবুও কেউ দেখে না, আমি তোমার মাঝে থাকি, কিন্তু তুমিও দেখ না ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।