সকল প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামীনের জন্য যিনি আমাকে সৃষ্টি করেছেন।
বিসমিল্লাহির রাহমানির রাহীম অনেকেই ইসলামকে আনকালচারড ব্যকডেটেড বলে থাকেন তাদের উদ্দেশ্যে বলতে চাই: ইসলাম কোন কালে ব্যাকডেটেড ছিল না। বরং সবসময় আপডেটেড। ইসলাম ই সকল সুন্দর কালচারের ঊৎস... এখানে একটা উদাহরণ দিলাম, পরে আরো পোষ্ট করবো ইনশাআল্লাহ। আল্লাহ সূরা আন-নূর এর 27 এবং 28 নং আয়াতে বলেছেন,"(27)হে ঈমানদারগণ, তোমরা নিজেদের গৃহ ব্যতীত অন্যের গৃহে প্রবেশ করো না যতক্ষন না গৃহবাসীদে সম্মতি লাভ করো এবং তাদেরকে সারাম করো। এটিই তোমাদের জন্য উত্তম পদ্ধতি যাতে তোমরা সতর্ক হও। (28) তারপর যদি সেখানে কাউকে না পাও, তাহলে তাতে প্রবেশ করো না যতক্ষন না তোমাদের অনুমতি দেয়া না হয়; আর যদি তোমাদের বলা হয় ফিরে যাও তবে তোমরা ফিরে যাবে; এটি তোমাদের জন্য বেশী শালীন ও পরিচ্ছন্ন পদ্ধতি এবং যা কিছু তোমরা করো আল্লাহ তা খুব ভালো ভাবেই জানেন।" আজ আমাদের এই কালচারকে পশ্চিমারা একটু মডিফাই করে বানালো,"No Entry Without Permission" মজার না? আমাদের থেকে শিখে আবার আমাদেরকেই বলে আনকালচারড।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।