আমাদের কথা খুঁজে নিন

   

আমার ভক্ত.........

আমার এই জীবন কাঁথায় গেথে চলেছি অনবরত নানান রঙের স্বপ্ন

প্রায়ই মুবাইল নিয়ে বিভিন্ন কান্ডের সম্মক্ষিন হতে হচ্ছে............ কাল রাতে একজন ফোন করে বলছে.......... -আপনে কি নাদিয়া না........... -আপনে কি IUB তে পড়েন? হুমমম আপনে কি নাটক করেন না??? না -মিথ্যা বলছেন কেন??? আমি মিথ্যা কেন বলতে যাব??? -আমি আপনার একজন ভক্ত......আর আপনে কিনা আমার সাথে খারাপ ব্যবহার করছেন আপনে আমার ভক্ত হতে যাবেন কেন??? আর আমি নাটক করি না............ - আপনে কেন মিথ্যা বলছেন??? আমি মিথ্যা বলচ্ছি না, আমি এখন রাখবো , আমার কাল পরিক্ষা আছে -ও তাহলে আপনাকে ডিসর্টাব করা ঠিক না...... জি্ব........এই বলে রেখে দিলাম রাতে ঘুমাচ্ছি.....2/3টা দিকে আবার ফোন............. আমি ঘুমের চোখে ফোন ধরলাম, - কি পড়া শেষ?? না কাল সকালে উঠে পড়বো.......(ফ্রেন্ড মনে করে) - তো এখন আপনে কি করছেন??? (আপনে শুনে মনে হলো এ তো ফ্রেন্ড না) আপনে কে??? - ঐ যে তখন ফোন করেছিলাম........... ওওওও আমার কাল exam আমি ঘুমাচ্ছি............রাখি....... - তাহলে কি আমি পরে ফোন করবো?? না.......... - কিন্তু আমি ফোন করবো আমি ফোন রেখে দিলাম................. আমার মজার ঘুমটা................

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।