আমাদের কথা খুঁজে নিন

   

লেখাটা ত্রিভুজের জন্য, সবার জন্যও...

http://nilkhota.blogspot.com/

দুঃখিত! মন্তব্য পোস্ট হয়ে উঠেছে। উঠেছে না বলে উঠতে বাধ্য হয়েছেও বলতে পারেন! ত্রিভুজের ধর্ম নিরপেক্ষ রাস্ট্র বনাম ইসলামি রাস্ট্র- পোস্টে মন্তব্য হিসেবে এটি দিতে চেয়েছিলাম। কিন্তু আমার জন্য সে সুযোগ নেই। মহামান্য ব্লগার ত্রিভুজ আমাকে ব্যান করেছেন! উনার পোস্টে কোন মন্তব্য করার অধিকার আমার নেই! এটা তিনি কেন, যে কেউ করতে পারেন। আমার বাড়িতে আমি কাকে ঢুকতে দেবো সে অধিকার তো আমারই।

ত্রিভুজ (নামের শেষে রিফাত হোসেনের মতো সাহেব লাগাতে ইচ্ছে করছে) হয়তো তেমনটাই মনে করেছেন। না হলে ব্যান করবেনই বা কেন? কিন্তু ব্যান হওয়ার মতো কোন মন্তব্য কি উনার পোস্টে করেছি? আমার মনে হয় না। উনার ওই পোস্টে আমার মন্তব্যটা ছিল এরকম_ পড়লাম আপনার এবং আপনাদের এসব লেখা কেন জানি বিনোদন হিসেবে নিতে ইচ্ছে করছে! শুধু বিনোদন। অর্থ খুজতে মন চায় না। জানি না কেন? বিশ্বাস করেন, কিছু ব্যাপারে আমি সিরিয়াস টাইপের মানুষ, তারপরও।

আপনাকে কষ্ট দেয়ার জন্য কথাগুলো বলিনি। মনের সত্য কথাটাই বলেছি শুধু। ক্ষমা করবেন। ............ এর জবাবে কিছু উপদেশ দিয়েছেন তিন ভুবনের বাসিন্দা মহা জাগতিক পথচারী ত্রিভুজ। উনার উপদেশ গুলো একটুও মিথ্যে নয়, আসলেই সবার সব আলোচনায় অংশ নেয়ার যোগ্যতা থাকে না।

আমি নিজেও আপনার কথাটির সঙ্গে একমত। আমার আসলে আপনার মতো এমন জ্ঞানগর্ভ পোস্ট দেয়ার যোগ্যতা নাই। যোগ্যতা নাই এইসব বোঝার। পরম করুনাময় আপনার মতো এতো বিশাল জ্ঞান ভান্ডার দিয়ে তো আর সবাইকে পাঠাননি। আসলে আমি কিন্তু আপনার পোস্টে সেই কথাটাই বলতে চেয়েছিলাম।

তাতে কোন ব্যাক্তিগত আক্রমন ছিলনা। বোঝাতে পারিনি সে ব্যর্থতা আমারই। আপনার সমস্যা কোথায় সেসব জানানোর জন্য এই পোস্ট না। সেই সাহসও আমার নেই। শুধু আপনার এমন আচরন দেখে একটু দ্বিধায় পড়ে যাচ্ছি।

ইসলামি রাস্ট্র হলে আপনাদের মতো টেক মোল্লারা কি এভাবেই অগনতান্ত্রিক কভাবে আমাদের ওপর কিছু চাপিয়ে দেয়ার চেস্টা করবে? কারো কথা পছন্দ না হলেই কি তাকে কাঠগড়ায় দাড় করাবে? নাস্তিক _আস্তিক নিয়ে ঘন্টায় ঘন্টায় ফতোয়া দেবে? মুরতাদ বলে কেটে নিতে চাইবে মাথা? আপনার নীতি কখাগুলো অন্যরকম মনে হচ্ছে। মনে হচ্ছে সবই লোক দেখানো। ক্ষমতা পেলে অনেক কিছু্বই করতে পারেন আপনি! এমন একটা মন্তব্য যে সহ্য করতে পারলেন না!!!! থাক এসব, আপনাকে- আপনার লেখার আর মন্তব্যের মাধ্যমেই বেশ চিনে গেছি! বুঝেও গেছি আপনার সাথে কিছু ব্যাপারে আলোচনা করে লাভ নেই। আগে থেকেই সিদান্ত নিয়ে আলোচনায় আসেন আপনি। শেখার জন্য নয়।

ছোট অনুরোধ দম ফাটানো হাসির খোরাক যোগাচ্ছেন, একটু দমও নিন... ভবিষ্যতে আপনার মুখে শালীনতার সংজ্ঞা শুনলে অবাকই হবো। রাসেল ভাই আর চোরকে শালীনতার শেখানোর আগে কষ্ট করে নিজেকেই দেখে নেবেন আপনি কতোটা শালীন। শুধু চ রেটেড শব্দ ব্যবহার করলেই সেটা অশালীন আর অশ্নীল হয়ে উঠে না। সেটা বুঝতে হলে বোঝার মতো ইচ্ছে চাই। আপনার একটা কথাই আপনাকে ফিরিয়ে দিতে ইচ্ছে করছে_ সব কিছু সবাইকে দিয়ে হয়না।

সময় যতো যাবে, আপনি সেসব বুঝবেন, সে আশা করি না! কেননা, শেখার আর জানার ইচ্ছে আপনার কখনো ছিল বলে আমার মনে হয়নি। মুখফোড়ের কাছে ক্ষমা চাইছি। কিছুদিন আগে উনাকে একটা খোলা চিঠি লিখেছিলাম। সেটা ভুল ছিল। ইউটার্ন করতে একটুও কষ্ট হচ্ছে না।

সমর্থন থাকলো। অনেক কথাই লেখার ছিল। কিছুই করার নেই আমার সময় আর জ্ঞান দুটোই সীমিত! তবে ত্রিভুজ আপনাকে নিয়ে আমার সত্যিই সন্দেহ হচ্ছে। কি সন্দেহ হচ্ছে- সেটা নাই বা বললাম। সন্দেহটা ভুল হলেই ভালো।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।