বাংলাদেশ নিয়ে ভাবনা, প্রত্যাশা ও সম্ভাবনার সংগ্রহমালা
চলুন শুধু ব্লগ নিয়েই কথা বলি। আশ্চর্য লাগে ব্লগে লিখতে আর পড়তে গিয়ে মনে হয় শুধু লেখা নয়, ভাবনা নয়। জীবন্ত মানুষের কথোপকথন। তাদের নিত্যকার দিনের সুখ দু:খের আলাপন। বর্তমানে র সাথে অতীতের দ্বন্দ্ব।
সময়ের সাথে সময়ের ব্যবধানের চিএ। মানুষের ইন্টারঅ্যাকশন। অদ্ভুত রকমের ইন্টারঅ্যাকশন। ক'দিন আগে একজন ব্লগার লিখেছিলেন (দু:খিত ভুলে গেছি নামটা) হাসপাতালে বন্ধুর বাবাকে দেখতে গেছে। বন্ধু বিদায়ের সময় বলে নেটে কথা হবে।
খুব দু:খ পেয়েছিল বন্ধুটি। সম্পর্ক শুধু নেটের পাতায়, মেসেঞ্জারে। মানবিক সম্পর্ক, সানি্নধ্য, ভালবাসা সবকিছু নেটভিওিক। তাতে কোন মানবিক স্পর্শ নেই। এটা কি উওরন না কি মানুষের সমাজবদ্ধ জীবনধারা থেকে বিচ্ছুরন।
জানি না?
প্রযুক্তির সাথে সাথে জীবন ধারার পরিবর্তন স্বাভাবিক। বিদেশে এখন অনেক ক্লাশ, অফিস আর প্রাত্যাহিক ইন্টারঅ্যাকশন ভিডিও কনফারেন্সের মাধ্যমে হচ্ছে। এতে হয়তো আপনার অধ্যাপকের সাথে বা আপনার সিইও'র সাথে কখনও দেখাই হবে না। তারপরেও তাদের কথা আর ছবি খুব কাছের আর পরিচিত মনে হবে। সেজন্যই এখন স্বীকার করে নিতেই হচ্ছে জন্ম হয়েছে একটা ভাচর্ুয়াল প্রজন্মের।
যেখানে বয়স, চেহারা, পোশাক, সামাজিক স্ট্যাটাস আর অবস্থান সবকিছুর বাইরে একটা পরিচয়। একটা নিক নেইম। একটা স্ক্রীন নেইম। একটি গ্রুপিং। কি অদ্ভুত উওরন।
তাই, নিক নেইমের আড়ালে লুকিয়ে থাকা একজনকে যখন সামনাসামনি দেখা যায়, কথা বলা যায়, তখন মনে হয়, "উনাকে হাজার বছর ধরে আমি চিনি"। কি অদ্ভুত অনুভুতি"। হঠাৎ করে দেখা হওয়া এমন একজনকে অনেক শুভেচ্ছা!!!
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।