মন'রে কৃষি কাজ জানো না, এমন মানব জমিন রইলো পতিত, আবাদ করলে ফলতো সোনা
একটু আগে জাতীয় পতাকা বের করলাম স্যুটকেসের মধ্যে থেকে। মাঝারি সাইজের পতাকা। আসার সময় আম্মা ব্যাগে গুঁজে দিয়েছিল। কিউবিকলের দেয়ালে লাগাবো , হার্ড ড্রাইভ ম্যাগনেট দিয়ে। মেরুন কালারের দরজায় লাল সবুজের পতাকা আশা করা যায় ভালই লাগবে। আমি যখন এখানে প্রথম আসি , আমার প্রফেসর অন্য এক প্রফেসরের সাথে আমার পরিচয় করিয়ে দিতে গিয়ে বলেছিল,
ও বাংলাদেশ থেকে এসেছে। সেই প্রফেসর জিজ্ঞাসা
করেছিলেন, '' তোমার ভাষা কি ?''
'' বেঙ্গলি ''
সাথে আমার প্রফেসর যোগ করে দিলেন ,
''They value their language more than their religion, isn't ... ''
আমার কানে কথাটা বাজে , বারবার ।
ভাষার সঠিক মর্যাদা রাখতে পারছিতো, প্রমিত উচচারণ , সঠিক বানান, এবং অপ্রচলিত শব্দকে হারিয়ে যাওয়ার হাত থেকে রক্ষা করা। সঠিক ভাবে করছিতো আমার প্রার্থনা ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।