আমার দেশ আমার অহংকার এখন বাংলাদেশী শ্রমিকদের জন্য বড়ই দু:সময়! লাঞ্ছিত-বঞ্চিত শ্রমিকদের কেউ মারা যায় আগুনে পুড়ে আবার কেউ বা মারা যায় ভবন ধ্বসে! শ্রমিকরা ঠিকমত পায় না তাদের ন্যায্য পারশ্রমিক। মালিকরা যেন এক একটা রক্তচোষা জোঁক! শ্রমিকদের ঘাম আর রক্তে এই জোঁকগুলো মোটা-তাজা হয়, অন্যদিকে শ্রমিকরা ঠিক মত দু'বেলা খেতে পায় না! বিশ্বের অন্যান্য দেশের মত এ দেশেও প্রতিবছর ১লা মে লাল নিশান হাতে নিয়ে দাবী আদায়ের লক্ষ্যে শ্রমিকরা রাজপথে শ্লোগান দেয় 'দুনিয়ার মজদুর এক হও, লড়াই কর'। কিন্তু এ দেশে অবহেলিত এই শ্রমিকদের ভাগ্যের চাকা ঘুরে না; বরং বাড়তে থাকে তাদের দু:খ-কস্ট, বঞ্চনা আর জীবনের স্ব্প্নগুলি যেন দীর্ঘশ্বাসের সাথে একাকার হয়ে হাওয়ায় বিলীন হয়ে যায়! এ দেশের শ্রমিকদের সবচয়ে বড় ট্রাজেডি হলো, সরকার আর মানবাধিকার সংগঠনগুলি যেন মালিক পক্ষের দালাল, মালিকদের স্বার্থ রক্ষা করাই যেন তাদের কাজ! শ্রমিকদের বিপদের সময় মানবাধিকার সংগঠনগুলির দালালদের আর দেখা যায় না!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।