আমাদের কথা খুঁজে নিন

   

বঞ্চিত আমি বেইমান চাচা ?



একান্ত নিজের কথা নতুন এক সংগ্রাম আমি আজ অনেক বড় অসহায় হয়ে পড়ে গেছি জানিনা আমি এখন কি করব আমার চাচা একজন স্কুল মাষ্টার সে আমার বাবার মৃতু্্যর পর আমার সাথে একের পর এক বেইমানী করে যাচ্ছে ১৩-০৩-২০১৪ সে আমার দাদির নামের সব সম্পিতি নিজের ছেলের নামে লিখে নিয়েছে। আমি চাকুরীর কারনে বাহিরে থাকি সেই সুযোগে সে আমাকে আমার দাদার সকল সম্পত্তি থেকে বঞ্চিত করে রেখেছে দাদা বেচে থাকতে দাদাকে দিয়ে সে নিজের নামে জমি রেষ্ট্রি করে নিয়েছে এখন আবার দাদিকে দিয়ে তার ছেলের নামে রেষ্ট্রি করে নিয়েছে।

আমার বাবা আর কাকা এরা দুই ভাই আমার বাবাই বড় হঠাৎ ষ্ট্রক করে আমার বাবা ২২শে মে ২০১২ সালে মারা যায় আর আমি একা ।
তাই সে আমাকে আমার দাদার সম্পত্তি থেকে বঞ্চিত করে নিজের নামে আর চাচার ছেলের নামে রেষ্ট্রি করে নিয়েছে আমি আমার চাচাকে বলেছি য়ে আমার অংশের যে টুকু সম্পদ আছে তাহা আমাকে বুঝিয়ে দাও কিন্তু সে আজও আমাকে আমার দাদার সম্পদ বুঝিয়ে দেয়নি।

আমি তাহার কাছে জানতে চাই কি কারনে আমাকে আমার বাবার সম্পত্তি দেওয়া হবেনা তাঁর ব্যাখ্যা চাইলে সে বলে সম্পত্তি তো আমি বিক্র করিনি আছে ।


এই বলে আর বলে তের সম্পদ তেরি আছে কিন্তু আমাকে আমার প্রাপ্য বুঝিয়ে দেয়নি আজও ।
সে একজন স্কুল শিক্ষক হয়ে তার বড় ভায়ের একমাত্র ছেলের সাথে এমন প্রতারনা করতে পারল ভাবতেই অবাগ লাগে মানুষ গড়ার কারিগর হয়ে সম্পদের নেশাই আপর বড় ভাই এর ছেলের সাথে এমন বেইমানি করতে পারে এতাদিন পত্রিকাই ছবিতে দেখেছি এমন দৃষ্য দেখেছি আজ সেই বাস্তবতার শিকার আমি নিজেই।
ভাবতেই অবাগ লাগে মানুষ এতোটা নিজ হতে পারে স্বার্থের জন্য আগে জানা ছিলো না নিজের অজান্তেই অনেক কষ্ট পেয়েছি তার থেকে ।
যাহা বলে বোঝানো যাবেনা আপন চাচা হয়ে এমনটা করতে পারল আমার অবর্তমানে ভাবতেই অবাগ লাগে। আল্লাহ কাছে ফরিয়াত জানাই আজ আমাকে ঠকিয়ে সে সম্পদ এর মালিক তুমি হয়েছে সেই সম্পদ এক সময় তোমার কোন কাজে যেন না আসে কারন আমার দাদা তাঁর সব সম্পদ রেখেই চলে গেছে আমার বাবাও চলে গেছে একদিন আমিও চলে যাব কিন্তু তোমার মতো বেইমান চাচার সাথে আমার কোন আপস নাই আমি মনে করব দাদার মতো বাবার মতো চাচাও মারা গেছে।


আল্লাহ তালার কাছে আমি ফরিয়াত জানাই আল্লাহ আমাকে সাহস দান করুন আমি যেন এই সমস্যা থেকে নিজেকে সঠিক পথে সত ভাবে মাকে নিয়ে জীবন যাপন করতে পারি আমিন।

ভাল থাকার উপকরন হলো সাহস আর সত পথে পরিশ্রম আল্লাহ এই দুইটাকে যেন আমি আকড়ে ধরে নিজেকে সঠিক পথে পরিচালনা করতে পারি আর সকল সমস্যা ধর্য্যর সাথে মোকাবেলা করতে পারি সেই টুকু চাওয়াই তোমার কাছে আমি যেন নিজেকে সকল বাধা বিপত্তি মোকাবেলা করে সঠিক পথে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারি এই কামনাই করি মহান আল্লাহর কাছে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.