বাঙ্গালী জাতির গৌরবময় ইতিহাস, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও সার্বভৌমত্ব এবং জাতীয় সংস্কৃতির জন্য অপমানজনক কোনকিছু এই ব্লগে লেখা যাবে না।
নির্বাচন কমিশনে হঠাৎ যেন নেমে এলো রাজ্যের হতাশা
নির্বাচন কমিশনের সঙ্গে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার প্রতিনিধি হিসেবে তত্ত্বাবধায়ক সরকারের তিন উপদেষ্টার বৈঠকের পর থেকেই কমিশনে হতাশা ও অস্থিরতা বিরাজ করছে। সূত্রমতে, বৈঠকে উপদেষ্টারা সংকট নিরসনে দু'টি প্রসত্দাব দেন। এর একটি হচ্ছে বৃহত্তর স্বার্থে এম এ আজিজ এবং স ম জাকারিয়ার পদত্যাগ এবং অপরটি
হচ্ছে এই দুজনের দীর্ঘমেয়াদি ছুটি গ্রহণ। তবে সিইসি কিংবা অন্য কেউ তাৎক্ষণিকভাবে কোনো মনত্দব্য না করে 2/1 দিনের মধ্যে তাদের সিদ্ধানত্দ রাষ্ট্রপতিকে জানাবেন বলে উপদেষ্টাদের জানান।
নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, বিদ্যমান সংঘাতপূর্ণ রাজনৈতিক পরিস্থিতির জন্য নির্বাচন কমিশন পুনর্গঠন ইসু্যকে প্রধান কারণ হিসেবে উল্লেখ করে উপদেষ্টারা এ ব্যাপরে সিইসি ও তার সহকর্মীদের দৃষ্টি আকর্ষণ করেন। তারা সিইসি ও অন্য কমিশনারদের উদ্দেশ্যে বলেন, আপনারা সাংবিধানিক পদে অধিষ্ঠিত। সরকারও সংবিধান সমুন্নত রেখে সবকিছু করতে চায়। তাই সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা করে যথাসময়ে নির্বাচন অনুষ্ঠানের স্বার্থে দেশে বিদ্যমান সংকটের নিরসন হওয়া জরুরি। উপদেষ্টারা এ সময় রাষ্ট্রপতির প্রসত্দাবগুলো বিবেচনার জন্য সিইসি ও তার সহকর্মীদের অনুরোধ জানান বলে সূত্র জানায়।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।