আমাদের কথা খুঁজে নিন

   

বর্তমান সরকারের মেয়াদেই সীমান্ত চুক্তি

স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর বলেছেন, সীমান্ত চুক্তির বিষয়টি ভারতীয় লোকসভায় উত্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা (সরকার) উৎকণ্ঠার সঙ্গে গভীরভাবে বিষয়টি অবলোকন করব। আশা করছি, লোকসভা এটি অনুমোদন করবে এবং বর্তমান সরকারের মেয়াদেই এ চুক্তিটি বাস্তবায়ন হবে। গতকাল বিকালে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) প্রধান সুভাষ জোসীর নেতৃত্বে প্রায় ১৫ সদস্যের একটি প্রতিনিধি দলের সাক্ষাৎ শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন।

এ সময় অন্যান্যের মধ্যে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শামসুল হক টুকু, বিজিবি'র মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদসহ অন্যরা উপস্থিত ছিলেন।

ড. মহীউদ্দীন খান আলমগীর বলেন, বিএসএফ প্রধান সৌজন্য সাক্ষাতে এসেছিলেন। সাক্ষাৎকালে অনেক বিষয়েই তার সঙ্গে খোলামেলা কথা হয়েছে। বিশেষ করে গরু রপ্তানির বিষয়ে কথা হয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, বিষয়টি সে দেশের জন্য স্পর্শকাতর, তারপরও আমরা রপ্তানির কথা বলেছি। চোরাচালান নিয়ে কথা হয়েছে। চোরাচালান বন্ধে দুই দেশের মধ্যে বাণিজ্য আরও উন্মুক্ত করতে হবে। যৌথভাবে চোরাচালান প্রতিরোধের বিষয়েও কথা হয়েছে।

কিশোরী ফেলানীর বিচার নিয়ে কোনো কথা হয়েছে কিনা জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ফেলানীর বিচারের বিষয়টি ভারতের উচ্চ আদালতে নিয়ে আসায় আমরা স্বস্তি পাচ্ছি। সীমান্তে ড্রোন বা চালকবিহীন বিমান চলাচল সম্পর্কে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমি ব্যক্তিগতভাবে মনে করি তাদের দেশের অভ্যন্তরে ড্রোন কিংবা অন্য যে কোনো যন্ত্র চলাচল করলে সেটা নিয়ে কথা বলা বেশ কঠিন। তবে অনুমোদিত বাণিজ্যিক বিমান ছাড়া অন্য কোনো বিমান বা ড্রোন আমাদের সীমানা ব্যবহার করতে পারবে না।

ভারতীয় বিচ্ছিন্নতাবাদীদের বাংলাদেশ ভূখণ্ড ব্যবহার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা আমাদের ভূমি কোনো বিচ্ছিন্নতাবাদীকে ব্যবহার করতে দেব না।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.