আমাদের কথা খুঁজে নিন

   

নেতা নেত্রির কাছে দেশের শিক্ষাঙ্গন উন্নয়নে যথার্থ প্রতিশ্রুতি শুনতে চাই



আমাদের দেশের প্রধান দু'টি রাজনৈতিক দলের নেতা-নেত্রীরা নির্বাচনকে পুঁজি করে শুধু একটি সস্তা প্রতিশ্রুতির রেকর্ডই বাজিয়ে যাচ্ছেন। আর তা হলো্ল আগামী নির্বাচনে আমাদের আরেকবার সেবা করার সুযোগ দিলে ছাত্রদের ডিগ্রি পর্যন্ত বেতন মওকুফ করব। নেতাদের কাছে প্রশ্ন, ডিগ্রি পর্যন্ত লেখাপড়া মওকুফ করলেই কি আপনারা মনে করেন শিক্ষার মহান সুফল জাতি পূর্ণমাত্রায় ভোগ করা শুরু করতে পারবে? না, তা কখনোই নয়। শিক্ষার প্রতিটি স্তরে চলছে সীমাহীন অনিয়ম আর বিশঙ্খলা। শিক্ষাদানে নিয়োজিত শিক্ষকরা মানসমমত শিক্ষাদানের পরিবর্তে যখন দেখি শিক্ষক-অধ্যাপকরা নোংরা ধ্বংসাত্মক রাজনীতি রাজনীতি খেলায় মাতেন।

তাদের রাজনীতির গঁ্যাড়াকলে পড়ে সাধারণ শিক্ষাথর্ীরা বছরের পর বছর শিক্ষাজটে পড়ে হচ্ছে নির্যাতিত। একই সাথে ঘটছে তাদের নৈতিক অবক্ষয়। এদিকে শিক্ষা উপকরণের ক্রমাগত চড়ামূল্য গুনতে গিয়ে অভিভাবকদের উঠছে নাভিশ্বাস। কিন্ডারগার্টেন স্কুল কতর্ৃপক্ষের সীমাহীন স্বেচ্ছাচারী নিয়মনীতি দিন দিন অতিষ্ঠ করে তুলছে বাবা-মাাদের। শিক্ষায়তনের সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে, শিক্ষার উপকরণের ঊধর্্বগতি রোধ করতে আপনারা কি পারেন না একটি যথার্থ উপকারী প্রতিশ্রুতি শোনাতে? সেই প্রত্যাশায় রইলাম (আফনেগো প্রতিশ্রুতি তো বিশ্বাস করা মুশকিল !!!)।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.