আমাদের কথা খুঁজে নিন

   

ভেতরের সেই আমি

ভালোবাসার ঊর্বশী বুকে লেখা আছে এক নাম- সে আমার দেশ, আলগ্ন সুন্দর ভূমি- বিমূর্ত অঙ্গনে প্রতিদিন প্রতিরাত জেগে ওঠে তার উদ্ভাসিত মুখ

আমার ভেতরে আমি যেন নেই আর বাস করে সে এক অচিন কারিগর। শব্দের গাঁথুনি তার নকশী কাঁথায় ছন্দের দুলুনি দোলে বিছানার মখমলে পান করে সে ওই নীলিমা নিঃস্তব্ধের গিলে খায় রূপালী জ্যোৎস্না প্রতিরাতে অন্ধকারেও দেখে সে বিড়ালের চোখে কবিতার অপরূপ সোয়ার, চাঁদের পরী। পার্থিব সংসারে আমি নই সাংসারিক স্ত্রী-পুত্র-কন্যা ও স্বজন পাশে সকলেই দূর কোনো নত্রের জীব যায় হেঁটে চেনা বন্ধুদের লাগে অচেনা গড়ের মাঠে। হেঁটে যাই লক্ষ্যহীন হৃদয়ে বাড়ন্ত ঘাস খেয়ে ফেলে দুধেল গাভীটা এসে শেষে আমার ভেতরে থাকি না এ আমি আর থাকে যেন সেই এক আদিম সন্যাস। তবুও সংসার করি, করতে হয়-ই প্রতিদিন ভোরের বাজার থেকে কিনি শাক-মাছ-ডাল সবই দেখি, সবই করি দৈনন্দিন প্রাত্যহিক ব্যাগ হাতে হেঁটে চলি হৃদয় ফেরত কবি। হারাতে পারি না কবির কলম, শব্দের অপ্সরী আমার ভেতরে বসা সেই অচিন বাউল ঘুমালেও দেখি, চোখ মেলে চাই যতোবারই ছন্দের পরশ আর শব্দের দুলুনি দোলা তারই। 28.04.2006

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.