ফেনী শহরের জেলা পুলিশ লাইনের আবাসিক এলাকার পিছনে কুড়িয়ে পাওয়া ককটেল বিস্ফোরণে এক শিশু মারাত্মক আহত হয়েছে।
আজ সোমবার সকাল ১০ টার দিকে ওই আবাসিক এলাকার থ্রী স্টার ম্যানশানের নিচতলায় শিশুরা খেলা করছিল। খেলার এক পর্যায়ে তৌহিদুল ইসলাম নামের ৭ বছর বয়সি এক শিশু লাল টেপ মোড়ানো ককটেলটি ক্রিকেট বল মনে করে নিজের সামনেই ছুঁড়ে মারে। এ সময় ককটেলটি বিকট শব্দে বিস্ফোরিত হলে সে মারাত্মক ভাবে আহত হয়। স্থানীয় লোকজন দ্রুত তাকে ফেনী জেলা হাসপাতালে নিয়ে যায়। সেখানে তাকে চিকিৎসা দেয়া হয়।
জেলা সদর হাসপাতালের জুনিয়র কনসালটেন্ট, অর্থোপেডিক, ডাঃ মোহাম্মদ মাসুম কবীর জানান শিশুটির শরীর থেকে ককটেলের বেশ কিছু স্প্রিন্টার বের করা হলেও এখনও অসংখ্য স্প্রিন্টার তার শরীরের বিভিন্ন স্থানে রয়ে গেছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।