কবি।
স্বাদ নিয়েছিলাম আমি এক ককটেলের,
মিশ্রন হোক না কেন কোকাকোলা আর সেভেনআপের,
ককটেল তো, বানিয়ে থাকুক যে ছাগলই,
খারাপ লাগেনি তো!!
স্বাদ নিয়েছিলাম আমি এক ককটেলের,
মিশ্রন হোক না কেন স্কচ আর রামের,
ককটেল তো, বানিয়ে থাকুক যে বারটেন্ডারই,
ভাবের জগতে গিয়েছিলাম তো!
স্বাদ নিয়েছিলাম আমি এক ককটেলের,
মিশ্রন হোক না কেন (ভাতের সাথে) মাছের ঝোল আর পাতলা ডালের,
ককটেল তো?? মাখিয়েছি হয়তো আমি ছাগলে,
পেটে ঠিকই গিয়েছে তো!!
স্বাদ নিয়েছিলাম আমি এক আচোদা ককটেলের,
ঠাশ্ করে ফুটে গিয়েছিল আমার সামনে, ফুটবে না?
ককটেল তো, যত বড়ই ছাগল হইনা কেন,
লুঙ্গি কাচা মেরে চম্পট ঠিকই দিয়েছি তো....
পটভুমিঃ কবি হরতালের সময় রাস্তায় বের হয়েছিলেন। রাস্তায় দাঁড়িয়ে থাকা এক যুবকের হাতের রাম-দার সৌন্দর্য্য উদঘাটনে ব্যস্ত থাকা কবির সামনে আগমন ঘটে আরেক যুবকের, যুবক কোনো কথা নাই বার্তা নাই হঠাৎ করে ফাটিয়ে দেয় একটি ককটেল। উল্টো দিকে দৌড়াতে থাকা কবির মাথায় তখন খেলা করছিল তার সৃষ্ট হওয়া নতুন কবিতা....
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।