আমাদের কথা খুঁজে নিন

   

রাবিতে পরীক্ষা দিল বিতর্কিত শিবির নেতা সালেহী

বাঙ্গালী জাতির গৌরবময় ইতিহাস, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও সার্বভৌমত্ব এবং জাতীয় সংস্কৃতির জন্য অপমানজনক কোনকিছু এই ব্লগে লেখা যাবে না।

অনেক বিতর্কের পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ লগ্ধঘন করে অবশেষে ভহৃতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের 2004 সালের মাসদ্বার্স পরীক্ষায় অংশ নিল শিবির নেতা মাহবুবুল আলম সালেহী। প্রয়োজনীয়সংখ্যক হাজিরা না থাকার পরও অধ্যাপক তাহের হত্যা মামলার আসামি শিবির সভাপতি সালেহী মঙ্গলবার অনুষ্ঠিত এ পরীক্ষায় অংশ নেয়। ভহৃতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগ সহৃত্র জানায়, গত 12 আগসদ্ব বিভাগের 2004 সালের মাসদ্বার্স পরীক্ষা শুরু হয়। সালেহীর পরীক্ষা ছিল গত সোমবার।

কিন্তু ওইদিন ছাত্র সংগ্রাম পরিষদের ডাকে ক্যাল্ফঙ্াসে ধর্মঘট পালিত হওয়ায় মঙ্গলবার এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সকাল সোয়া 9টায় সালেহী শিবির সেত্রেক্রটারি নহৃর মোহাল্ফ্মদ ম লসহ 8-10 জন শিবির ক্যাডার নিয়ে 4টি মোটরসাইকেলে দ্বিতীয় বিজ্ঞান ভবনের সামনে আসে। নহৃর মোহাল্ফ্মদ ম ল ও আরো দু'জন শিবির নেতা সালেহীকে ভবনের 412 নং কক্ষে পেঁৗছে দিয়ে চলে যায়। সকাল সাড়ে 9টায় শুরু হয় পরীক্ষা। মঙ্গলবার ছিল জিএমটি-507 নং কোর্সের পরীক্ষা।

দুপুর 1টা 10 মিনিটের দিকে শিবির ক্যাডাররা আবারো 4টি মোটরসাইকেলসহ দ্বিতীয় বিজ্ঞান ভবনের সামনে আসে। সেখানে তারা সালেহীর জন্য অপেক্ষা করতে থাকে। দুপুর দেড়টার দিকে সালেহী পরীক্ষা শেষে নিচে নেমে আসে। এ সময় সে নহৃর মোহাল্ফ্মদের মোটরসাইকেলে চড়ে খুব দ্রুত বিজ্ঞান ভবনের সামনে থেকে বিনোদপুরের দিকে চলে যায়। ভহৃতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের অধ্যাপক এস তাহের আহমেদ হত্যাকা ের সঙ্গে সালেহীর জড়িত থাকার অভিযোগ ওার পর গত ফেব্রুয়ারি মাস থেকে সে পলাতক ছিল।

23 মে সালেহীর পক্ষ থেকে শিবির নেতারা বিভাগে তার মাসদ্বার্স পরীক্ষার ফরম জমা দেয়। সালেহী নিজ হাতে ফরম পহৃরণ না করায় প্রাথমিকভাবে বিভাগ তা বাতিল করলে শিবির নেতারা 15 জুন নতুন করে ফরম তুলে সালেহীর নিজ হাতে পহৃরণ করিয়ে 22 জুন তা বিভাগে জমা দেয়। এরপর পরীক্ষা নিয়ন্পণ দফতর সালেহীর ক্লাসে হাজিরার ফাঁকা ঘর পহৃরণের জন্য বললে বিভাগ মাত্র একটি ক্লাস করলেও তাকে 16 শতাংশ হাজিরার স্ট্বীকৃতি দেয়। এরপর চহৃড়ানস্ন হয় সালেহীর পরীক্ষার অনুমতি। 3 আগসদ্ব তার মাসদ্বার্স পরীক্ষার প্রবেশপত্র ইসু্য করা হয়।

গোপনে 4 জুলাই ক্যাল্ফঙ্াসে আসে সালেহী। 12 আগসদ্ব প্রকাশ্যে ক্যাল্ফঙ্াসে প্রবেশ করে সমাবেশে অংশ নেয়। ::সমকাল:::

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.