আগামী জুনে অনুষ্ঠেয় চ্যাম্পিয়নস ট্রফির দলে জায়গা পাননি। তবে এখানেই ক্যারিয়ারের শেষ দেখছেন না শহীদ আফ্রিদি। দ্রুতই ফিরে আসার হুংকার দিয়েছেন পাকিস্তানি এই অলরাউন্ডার।
আফ্রিদির অভিযোগ, অধিনায়ক মিসবাহ উল হক চাননি বলেই বাদ পড়তে হয়েছে তাঁকে। পাকিস্তানি দৈনিক ‘জং’কে দেওয়া প্রতিক্রিয়ায় আফ্রিদি বলেন, ‘আমাকে বাদ দেওয়ার সিদ্ধান্তটি এসেছে অধিনায়কের কাছ থেকে।
একজন অধিনায়ক যদি কোনো খেলোয়াড়কে না চান, এটা বড় কিছু নয়। ক্রিকেটে এটা হয়ে থাকে। তবে দ্রুতই ফিরে আসব আমি। ’
৩৩ বছর বয়সী আফ্রিদি বলেন, ‘অতীতের যেকোনো সময়ের চেয়ে ভালো আছি। আমি জানি, আমার সামনে অনেক সময় পড়ে আছে।
পাকিস্তানের হয়ে আরও কয়েক বছর প্রতিনিধিত্ব করতে পারি আমি। খেলোয়াড়েরা বাদ পড়তেই পারে। ভক্তদের প্রতি অনুরোধ, আমার জন্য দোয়া করবেন। ’
এবার আফ্রিদির বাদ পড়াটা অবশ্য অবশ্যম্ভাবীই ছিল। সর্বশেষ ছয়টি ওয়ানডেতে কোনো উইকেট নেই।
সর্বশেষ ১৫ ওয়ানডেতে ফিফটি মাত্র দুটি। আন্তর্জাতিক ক্রিকেটের এই ব্যর্থতা ঘোচাতে পারতেন যেখানে, সেই ঘরোয়া ক্রিকেটে চার ম্যাচে অর্জন মাত্র ৭০ রান আর তিন উইকেট। আফ্রিদিকে বাদ দেওয়ার নির্বাচকদের সিদ্ধান্তের সমালোচনার সুযোগ নেই।
পরবর্তী লক্ষ্যের কথা জানিয়ে আফ্রিদি বলেন, ‘ইংল্যান্ড সফরের জন্য অনুশীলন করছি। আমি জানি, দলে ফেরার জন্য প্রচুর পরিশ্রম করতে হবে আমাকে।
আবারও জোর গলায় বলতে চাই, দলের বোঝা হয়ে ওঠার আগেই সরে দাঁড়াব আমি। ’ সূত্র: ক্রিকইনফো। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।