নায়করাজ রাজ্জাক পরিচালিত ও নায়ক সম্রাট প্রযোজিত চলচ্চিত্র 'মন দিয়েছি তোমাকে'র গল্প চুরি করে চলচ্চিত্র নির্মাণের অভিযোগ উঠেছে। গতকাল সম্রাট বাংলাদেশ প্রতিদিনকে জানান, ২০০৯ সালে মুক্তিপ্রাপ্ত তার এই ব্যবসাসফল চলচ্চিত্রটির গল্প চুরি করে বর্তমানে নির্মাণ করা হয়েছে 'তোমারই আছি তোমারই থাকবো'। এটি পরিচালনা করেছেন কালাম কায়সার। সম্প্রতি সেন্সর শোতে বোর্ডের সদস্য নায়করাজ রাজ্জাক নিজের 'মন দিয়েছি তোমাকে' ছবির সঙ্গে এর হুবহু মিল দেখতে পান। পরে এ ছবির প্রযোজক-নায়ক সম্রাট ২ আগস্ট সেন্সর বোর্ডে এক লিখিত আপত্তি জমা দিলে বোর্ড ছবিটি নকলের দায়ে বাজেয়াপ্ত করে। দুটি ছবিরই গল্প শচীন কুমার নাগের। 'তোমারই আছি তোমারই থাকবো'র নকলের দায় অস্বীকার করে নির্মাতা এর জন্য গল্পকার শচীনকে দায়ী করেন। এদিকে গল্পকার শচীন একই গল্প দুবার বিক্রির অপরাধের কথা স্বীকার করেছেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।