পঞ্চগড়ে সীমান্তের শূন্য রেখা বরাবর ভারতীয়দের বিদ্যুৎ লাইন স্থাপনে বাধা দিয়েছে বিজিবি। উপজেলার নারায়ণপুর মুন্সীপাড়া সীমান্ত বরাবরে গতকাল বৈদ্যুতিক খুঁটি স্থাপন শুরু করলে বাধা দেয় বিজিবি সদস্যরা। এ নিয়ে সীমান্তে দেখা দেয় উত্তেজনা। উভয় দেশ সীমান্তে মোতায়েন করেছে অতিরিক্ত সৈন্য। সংকট নিরসনে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হয়েছে।
বিজিবি জানায়, বিএসএফের সশস্ত্র প্রহরায় গতকাল সকালে সীমান্তের মেইন পিলার-৭৬ এর ২৮ নম্বর সাব পিলার সংলগ্ন ভারতীয় সাকাতি গ্রামে বিদ্যুৎ সুবিধা দিতে শূন্য রেখা ঘেঁষে খুঁটি স্থাপন শুরু করে ভারতীয়রা। এতে বাংলাদেশি সীমান্তবাসী বিক্ষোভ মিছিলসহ বিদ্যুৎ লাইন স্থাপন বন্ধের দাবি জানান। খবর পেয়ে বিজিবি সদস্যরা তাদের বাধা দেন। পরে ভারতীয় শ্রমিকরা কাজ বন্ধ করে পাশর্্ববর্তী ঝাপরতোলা বিএসএফ ফাঁড়িতে যান। এ ঘটনায় বিএসএফ ওই সীমান্তে অতিরিক্ত সৈন্য মোতায়েনসহ টহল জোড়দার করে। কিছুক্ষণ পর ফের কাজ শুরু করতে প্রায় ৫০-৬০ জন বিএসএফ সদস্যের সশস্ত্র প্রহরায় ভারতীয় শ্রমিকরা সেখানে জড়ো হন। এ সময় বিজিবিও সীমান্তে টহল ব্যবস্থা জোড়দার করে। এতে উভয় সীমান্তে ছড়িয়ে পড়ে উত্তেজনা। পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফুল হক বলেন, বিষয়টি বাংলাদেশ সরকারের ঊধর্্বতন মহলে জানানো হয়েছে। কোনো নির্দেশনা না আসা পর্যন্ত বৈদ্যুতিক খুঁটি স্থাপন বন্ধ রাখতে বিএসএফকে বলা হয়েছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।