পোশাক শ্রমিকদের বেতন-ভাতা বাড়াতে গত মে মাসে মজুরি বোর্ড গঠন করে সরকার। মালিক ও শ্রমিক প্রতিনিধি নিয়ে কয়েকটি বৈঠক করেও ন্যূনতম মজুরির বিষয়ে কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি বোর্ড।
পোশাক শ্রমিক সংগঠনগুলো ন্যূনতম মজুরি ৮ হাজার টাকা করার দাবি জানিয়ে এলেও মালিকদের সংগঠন বিজিএমইএ ৩ হাজার ৬০০ টাকা নির্ধারণের প্রস্তাব দিয়েছে।
এর মধ্যেই গত কয়েকদিন ধরে রাজপথে শ্রমিকদের বিক্ষোভ-ভাংচুর চলছে।
বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক অনুষ্ঠানে এসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে গার্মেন্টস শ্রমিক সমন্বয় পরিষদের আহ্বায়ক শাজাহান খান বলেন, নতুন মজুরি কাঠামো ঘোষণা হলে শ্রমিকদের অসন্তোষ কমবে বলে তিনি মনে করেন।
“বেতনের বিষয়ে শ্রমিকরা একটি প্রস্তাব দিয়েছে, মালিকরাও তাদের প্রস্তাব জানিয়েছে। এ অবস্থায় সরকারের কাছে অনুরোধ জানাব, যেন অতিদ্রুত উভয় পক্ষের সঙ্গে মধ্যস্থতা করে শ্রমিকদের বেতনের বিষয়টি নিষ্পত্তি করা হয়। ”
ফাইল ছবি “নভেম্বরের মধ্যেই যেন শ্রমিকরা জানতে পারেন, আসলে তাদের বেতন কত?”
ফাইল ছবি
সর্বশেষ ২০১০ সালে পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি দেড় হাজার টাকা থেকে বাড়িয়ে ৩ হাজার টাকা করা হয়।
পোশাক শিল্পে চলমান অসন্তোষের জন্য শাজাহান খানকে দায়ী করে সম্প্রতি বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তার বক্তব্যের জবাবে শাজাহান খান বলেন, “এটা ঠিক নয়।
আমি শ্রমিক নেতা। গত ৪০ বছর ধরে আমি শ্রমিকদের সঙ্গে কাজ করছি।
“শ্রমিকদের মধ্যে অসন্তোষ নিরসনে সরকার চেষ্টা করছে। ইতোমধ্যে অসন্তোষ কমে এসেছে। আশা করি, অসন্তোষ শিগগিরই শেষ হবে।
”
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।