জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বেদখল হল উদ্ধারে আট সদস্য বিশিষ্ট উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটি গঠন করেছে শিক্ষা মন্ত্রণালয়। কমিটির আহ্বায়ক করা হয়েছে ঢাকা-৬ আসনের সংসদ সদস্য কাজী ফিরোজ রশীদকে। গতকাল বিরাজমান সার্বিক পরিস্থিতিতে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সভাপতিত্বে জরুরি এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। কমিটি আগামী ৩০ কার্যদিবসের মধ্যে বেদখল হল উদ্ধারে বিশদ পর্যালোচনা করে পরবর্তী করণীয় সম্পর্কে সুপারিশ করবে। কমিটির অন্যান্য সদস্যরা হলেন- শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (বিশ্ববিদ্যালয়) কাজী সালাহউদ্দিন আকবর, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (পুলিশ), ভূমি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব, জবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. সরকার আলী আক্কাস, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. পরিমল বালা, ঢাকা জেলা প্রশাসক শেখ ইউসুফ হারুন ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান। বিশ্ববিদ্যালয়ে বেদখল হল উদ্ধার ও নতুন হল নির্মাণের দাবিতে ১৫তম দিনের মতো গতকাল আন্দোলন অব্যাহত রাখে শিক্ষার্থীরা। গত ১২ ফেব্রুয়ারি থেকে টানা আন্দোলন করছে তারা। একই সঙ্গে হল উদ্ধার ও শিক্ষক-শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার ঘটনায় লালবাগ জোনের ডিসি হারুনুর রশীদ ও কোতোয়ালি থানার ওসি মনিরুজ্জামানের অপসারণের দাবিতে ক্যাম্পাসের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধন করেছে শিক্ষক সমিতি। পরে রায়সাহেব বাজার মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা। এদিকে গত ২৩ ফেব্রুয়ারি তিব্বত হল উদ্ধারকে কেন্দ্র করে শিক্ষক-শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার ঘটনায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান বৈঠক করেছেন। প্রত্যক্ষদর্শীরা জানায়, পূর্বঘোষিত কর্মসূচি হিসেবে বিশ্ববিদ্যালয়ে সকাল ১০টা থেকে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল এবং ভাস্কর্য চত্বরে অবস্থান কর্মসূচি পালন করে আন্দোলনরত শিক্ষার্থীরা। পরে বেলা ১১টায় তারা ক্যাম্পাসের মূল ফটকের সামনে গুলিস্তান-সদরঘাট সড়ক অবরোধ ও টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে। পূর্বঘোষণা অনুযায়ী বেলা সাড়ে ১২টায় মানববন্ধন শেষে শিক্ষকদের একটি মিছিল রায়সাহেব বাজার মোড়ের দিকে গেলে সেখানে শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা যোগদান করেন। এরপর সেখানেই তারা প্রায় তিন ঘণ্টা অবস্থান করে হলের দাবিতে গান, স্লোগান, বিক্ষোভ সমাবেশ করেন। এ সময় আশপাশে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। সমাবেশে শিক্ষক-শিক্ষার্থীদের আন্দোলনের পক্ষে রায়সাহেব বাজার মোড়কে 'অধিকার আদায় চত্বর' ঘোষণা করেন শিক্ষকরা। আন্দোলনকারীরা আজ বাংলাদেশ ব্যাংকের সদরঘাট শাখা স্থানান্তরের দাবিতে ব্যাংকের মূল ফটক অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও হল পুনরুদ্ধার ছাত্র সংগ্রাম পরিষদের সদস্য সচিব সিরাজুল ইসলাম। শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. সরকার আলী আক্কাস বলেন, বেদখল হল উদ্ধার, নতুন হল নির্মাণ, শিক্ষক-শিক্ষার্থীদের ওপর হামলাকারী দুই পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার করে নিতে হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।