আমাদের কথা খুঁজে নিন

   

সাতক্ষীরায় টর্নেডোয় ৮ গ্রাম লণ্ডভণ্ড, আহত 

সাতক্ষীরার দেবহাটা উপজেলার ওপর দিয়ে বয়ে যাওয়া টর্নেডোর আঘাতে ৮টি গ্রাম লণ্ডভণ্ড হয়ে গেছে। রবিবার সকাল ৮টার দিকে টর্নেডো আঘাত হানে। দুই মিনিটের টর্নেডোর আঘাতে মুহূর্তের মধ্যে কোড়া মাঘরি, আজিমতলা, চণ্ডিপুর, পাঁচপোতা, রহিমপুর চিনেডাঙ্গাসহ পার্শ্ববর্তী ৮টি গ্রাম লণ্ডভণ্ড হয়ে যায়। এ সময় আড়াই শতাধিক কাঁচা-পাকা ঘরবাড়ি ধসে পড়েছে। টর্নেডোর আঘাতে অর্ধ-শতাধিক নারী-পুরুষ-শিশু আহত হয়েছে। এদের মধ্যে ২০ জনকে স্থানীয় সখিপুর স্বাস্থ্য কমপ্লেঙ্ েভর্তি করা হয়েছে। এলাকায় শত শত গাছ উপড়ে পড়েছে। আমন ফসলসহ অন্যান্য ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, রবিবার সকাল ৮টার দিকে হঠাৎ মাঘরি ঈদগাহ এলাকা থেকে টর্নেডো শুরু হয়। পূর্ব দিক থেকে পশ্চিম দিকে বয়ে যাওয়া এই টর্নেডো দুই থেকে আড়াই মিনিট স্থায়ী ছিল। টর্নেডোর আঘাতে মুহূর্তের মধ্যে আশপাশের প্রায় আটটি গ্রাম ক্ষতিগ্রস্ত হয়। এ ঘটনায় অর্ধশতাধিক মানুষ আহত হয়েছে। এদের মধ্যে ছইলদ্দিন, নিরানজল, সুকুমার, আনিসুর, রেহানা,সোনালী, হোসেন আলী, কাঞ্চন, মনোয়ারা, শাহানারা, ফজিলা, হৃদয়, রাজিবসহ ২০ জন নারী-পুরুষ-শিশুকে দেবহাটা উপজেলার সখিপুর স্বাস্থ্য কমপ্লেঙ্ েভর্তি করা হয়েছে। তিন শতাধিক কাচা ঘর-বাড়ি ধসে পড়েছে। ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। শত শত গাছপালা উপড়ে পড়েছে। ঘটনা জানার পরপরই দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা তরিকুল ইসলাম ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন। এদিকে, বিকাল ৩টার দিকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা. আ ফ ম রুহুল হক ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন। তিনি ব্যক্তিগত তহবিল থেকে ক্ষতিগ্রস্তদের মাঝে সহায়তাও দিয়েছেন।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.