সাম্প্রতিক কালে একজন আমেরিকান আমাকে বলেছিল "ইউ ব্লাডি ইন্ডিয়ান তোমাদের জন্য আমি আজ জবলেস "
মজার কথাটা হচ্ছে বছর পাচেক আগে সেই আমেরিকান বন্ধুটি আমাকে বলেছিল "আই ডোন্ট গিভ এ সিট টু এনি আদর কান্ট্রি "আমার বেশ মজা লেগেছিল । খুব তারাতারি মার্কিন রা উপলব্ধি করছে যে বিশ্বে চীন আর ভারত নাম দুটো দেশ আছে । ভালো লাগে দেখে । আগে করুনার দৃষ্টি দিয়ে তাকাত ,এখন সেটা আস্তে আস্তে সম্মানে পরিনত হচ্ছে । কারণ এখন ওরাও বুঝে গেছে বেশি দিন আর নেই ।
২০৩৭ সালে চীন অর্থনীতিতে সবচেয়ে শক্তিশালী দেশ হবে । আর ঠিক কয়েকবছর পর ২০৫০ সালে ভারত ও আমেরিকা কে টপকে দ্বিতীয় স্থানে চলে আসবে ।
নাহ ,এবার মূল প্রশ্নে আসা যাক । আমেরিকার সবচেয়ে ইনভাটিভ কোম্পানি হছে "আই বি এম ","মাইক্রোসফট ","গুগল ","ইন্টেল "ইত্যাদি ।
আমার প্রশ্ন হচ্ছে বর্তমান সময়ে এই কোম্পানি গুলো কতটা ভারতীয় আর কতটা আমেরিকান ?
প্রসংগত বলা যায় লন্ডন স্কুল অফ ইকোনমিক্স এ ঠিক প্রশ্ন টাই করেছিলেন এক অধ্যাপক ।
এবং অবাক কান্ড !!উত্তর ছিল ভারতীয় । এই ধাধা টার উত্তর জানা আছে কি কারুর ?
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।