যুবলীগ ও দলীয় ঠিকাদারদের করা টেন্ডার সিন্ডিকেটে 'ওভারট্রাম' হয়েছে। এতে যুবলীগের টেন্ডার সিন্ডিকেট ওভারট্রামের কারণে ভেস্তে যায়। জানা যায়, খুলনা বিভাগীয় জাদুঘর সংস্কারসহ ৫টি কাজের দরপত্র জমা দেওয়ার গতকাল শেষ দিনে সকাল থেকেই স্থানীয় যুবলীগ নেতা-কর্মীরা ঘটনাস্থলে অবস্থান নিয়ে সাধারণ ঠিকাদারদের দরপত্র জমা দিতে বাধা দেন। বলা হয়, সিন্ডিকেট হয়েছে, ৫টি প্রতিষ্ঠানের বাইরে কেউ দরপত্র জমা দিতে পারবে না। কিন্তু টেন্ডার বাঙ্ খোলার পর দেখা যায়, কুরিয়ার সার্ভিসের মাধ্যমে 'তুহিন এন্টারপ্রাইজ ও মৌ এন্টারপ্রাইজে'র নামে আরও ৫টি দরপত্র আগেই বাঙ্ েজমা পড়েছে। প্রতিষ্ঠান দুটিই সর্বনিম্ন দরদাতা। এ অবস্থায় দরপত্র জমা দিতে বাধাপ্রাপ্ত ঠিকাদাররা বলেন, যুবলীগের টেন্ডার সিন্ডিকেট ওভারট্রামের কারণে ভেস্তে গেছে। এদিকে এ খবর ছড়িয়ে পড়লে সিন্ডিকেটে জড়িত ঠিকাদারদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এদিকে দরপত্র জমা দিতে বাধা দেওয়া হয়েছে জানিয়ে ২৩ জন ঠিকাদার প্রত্নতত্ত্ব বিভাগের কাছে লিখিতভাবে অভিযোগ দিয়েছেন। দরপত্র আহ্বান কমিটির সভাপতি মো. মহিদুল ইসলাম বলেন, শিলাইদহ রবীন্দ্র কুঠিবাড়ির সংস্কার, স্টাফ কোয়ার্টারে মালামাল সরবরাহ, বরিশাল নসরত গাজী মসজিদ সংস্কার, খুলনা বিভাগীয় জাদুঘর সংস্কার ও ঝিনাইদহের বারোবাজার নূন গোলা মসজিদ সংস্কারকাজের ১৫০টি দরপত্র বিক্রি হয়। শেষ দিনে ১০টি দরপত্র জমা পড়েছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।