আমাদের কথা খুঁজে নিন

   

ইতিবাচক সমঝোতা

পোশাকশিল্পের নৈরাজ্য ঠেকাতে মালিক ও শ্রমিক পক্ষ ঐকমত্যে পেঁৗছেছে। টানা আট দিনের শ্রমিক বিক্ষোভ শেষে গত শনিবার বিজিএমইএর কর্মকর্তারা পোশাক শ্রমিক নেতাদের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠকে বসেন। বৈঠকে উভয়পক্ষ পোশাকশিল্পের অস্তিত্ব রক্ষায় যৌথভাবে কাজ করার ব্যাপারে ঐকমত্যে পেঁৗছে। বৈঠকে গার্মেন্ট মালিকদের সংগঠন বিজিএমইএর শীর্ষ নেতারা যোগ দেন। অন্যদিকে শ্রমিকদের পক্ষে প্রায় ৪০টি শ্রমিক সংগঠনের নেতারা অংশ নেন। বৈঠকের তরফ থেকে যত দ্রুত সম্ভব গার্মেন্ট শ্রমিকদের নতুন মজুরি কাঠামো ঘোষণার জন্য মজুরি বোর্ডকে অনুরোধ করা হয়। মজুরি কাঠামো ঘোষণার পরপরই তা বাস্তবায়নের অঙ্গীকার করা হয় বিজিএমইএর পক্ষ থেকে। ঈদের আগে শ্রমিকদের বেতন ও বোনাস পরিশোধের অনুরোধও জানান তারা। বৈঠকে গৃহীত সবচেয়ে তাৎপর্যপূর্ণ সিদ্ধান্ত হলো দেশের ৭৯ শতাংশ রপ্তানি আয় অর্জনকারী পোশাকশিল্পকে ধ্বংসের হাত থেকে রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার সিদ্ধান্ত। বহিরাগত ব্যক্তিদের গুজবে অগি্নসংযোগ ও ভাঙচুরের ঘটনার বিরুদ্ধে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার সিদ্ধান্ত নেন তারা। উভয়পক্ষ নৈরাজ্য সৃষ্টিকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তিদানেও সরকারের প্রতি আহ্বান জানায়। গার্মেন্ট মালিক ও শ্রমিক নেতাদের বৈঠক এবং উভয়পক্ষের ঐকমত্য দেশের তৈরি পোশাকশিল্পের ইতিহাসের একটি তাৎপর্যপূর্ণ ঘটনা। দেশের প্রায় ৪০ লাখ মানুষের কর্মসংস্থান এবং ৭৯ ভাগ বৈদেশিক মুদ্রা অর্জনকারী তৈরি পোশাক খাতে ট্রেড ইউনিয়ন করার অধিকার দেওয়া হতো না এ শিল্পকে নৈরাজ্যের হাত থেকে রক্ষার অজুহাতে। তবে বাস্তবতা প্রমাণ করেছে মালিক ও শ্রমিকপক্ষের মধ্যে প্রত্যক্ষ যোগাযোগের সূত্র না থাকলে তা ভুল বোঝাবুঝির সৃষ্টি করে। গার্মেন্টশিল্পে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির পেছনে শ্রমিক ও মালিকপক্ষের মধ্যে বিরাজমান দূরত্ব অনেকাংশে দায়ী। সরাসরি যোগাযোগের সুযোগ না থাকায় নিছক গুজবকে কেন্দ্র করে সহিংসতা দানা বেঁধে ওঠার ঘটনা প্রায়শই ঘটছে। বৈঠকে যথাসম্ভব দ্রুত মজুরি কাঠামো ঘোষণার আহ্বান এবং মজুরি কাঠামো ঘোষণার সঙ্গে সঙ্গে কার্যকর করার প্রতিশ্রুতি পোশাকশিল্পে স্বাভাবিক পরিস্থিতি সৃষ্টিতে অবদান রাখবে বলে আশা করা যায়। আমাদের বিশ্বাস এ বৈঠক পোশাকশিল্পের মালিক ও শ্রমিকদের মধ্যে যোগাযোগের যে যোগসূত্র তৈরি করেছে তা অব্যাহত থাকবে এবং এ শিল্পের সুস্থ পরিবেশ সৃষ্টিতে অবদান রাখবে।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.