বরিশাল নগরী সংলগ্ন কীর্তনখোলা নদীতে জেগে ওঠা রসুলপুর চরের খাসজমি ভূমিহীনদের মধ্যে বন্দোবস্তের দাবি জানিয়েছে বাংলাদেশ কৃষক ফেডারেশন ও কৃষাণী সভা। গতকাল বরিশাল প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, রসুলপুর চরে ২৫ একর ২৩ শতাংশ খাসজমি রয়েছে। ওই খাসজমি চিহ্নিত ভূমিদস্যুরা দখল করে সেখানে পাকা ভবন নির্মাণ করছেন।
এ নিয়ে আদালতে একাধিক মামলা থাকলেও ভূমিদস্যুরা কোনো কিছুই তোয়াক্কা করছেন না। খাসজমি দখলে জোট-মহাজোটের ভূমিদস্যুরা একজোট হয়েছেন। খাসজমি ভূমিহীনদের মধ্যে বন্দোবস্তের দাবিতে আন্দোলন করায় কৃষক ফেডারেশন ও কৃষাণী সভার নেতা-কর্মীরা একের পর এক হামলা ও মিথ্যা মামলার শিকার হচ্ছেন।
সংবাদ সম্মেলনে কৃষাণী সভার সভানেত্রী রেহানা বেগম মিতুসহ বিপুল সংখ্যক ভূমিহীন উপস্থিত ছিলেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।