আমাদের কথা খুঁজে নিন

   

ইরানের সঙ্গে সমঝোতা মধ্যপ্রাচ্যকে নিরাপদ

কয়েক বছরের চেষ্টার পর অবশেষে পরমাণু বিষয়ে বিশ্বের ছয় পরাশক্তির সঙ্গে সমঝোতায় পেঁৗছেছে ইরান। যদিও এ সমঝোতার আগাগোড়াই বিরোধিতা করছে ইসরায়েল। তবে ইসরায়েলের এ উদ্বেগকে ভুল বলে মন্তব্য করে এ সমঝোতা বরং মধ্যপ্রাচ্যকে নিরাপদ করে তুলবে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে অন্তর্বর্তী চুক্তির বিষয়ে কথা বলতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে টেলিফোন করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। ইসরায়েলের প্রতি যুক্তরাষ্ট্রের অঙ্গীকারের বিষয়েও নেতানিয়াহুকে পুনরায় আশ্বস্ত করেছেন প্রেসিডেন্ট ওবামা। ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে একটি দীর্ঘমেয়াদি সমাধানে পেঁৗছানোর জন্য ইসরায়েলের সঙ্গে খুব দ্রুতই যুক্তরাষ্ট্র আলোচনা করতে চায় বলেও জানান ওবামা। গত পরশু জেনেভায় যুক্তরাষ্ট্র এবং পাঁচটি বিশ্বশক্তির সঙ্গে এক বৈঠকে এ সমঝোতায় পেঁৗছায় ইরান। এদিকে পরমাণু কর্মসূচি নিয়ে সমঝোতায় পেঁৗছানোকে স্বাগত জানিয়েছে ইরানিরা। চুক্তি অনুযায়ী, ইরান অস্ত্র বানানোর উপযুক্ত পরিশোধিত ইউরেনিয়ামের মজুদ কমাবে। এর পরিবর্তে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো ইরানের ওপর থেকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা সীমিত করবে কিংবা অস্থায়ীভাবে বন্ধ রাখবে। এসব নিষেধাজ্ঞার ফলে ইরানের অর্থনীতি প্রায় সমস্যার মধ্যে দাঁড়িয়ে আছে। ছয় মাসের এ অস্থায়ী চুক্তির সময়ে ইরানের স্থায়ী এবং দীর্ঘমেয়াদি চুক্তির লক্ষ্যে কথাবার্তা চলবে। অন্যদিকে ইরানে নিযুক্ত বেলজিয়ামের রাষ্ট্রদূত ফ্রাঁসোয়া ডেল মারমোল বলেছেন, জেনেভায় পরমাণু ইস্যুতে স্বাক্ষরিত চুক্তি ইরান এবং ছয় জাতিগোষ্ঠী দু'পক্ষের জন্যই বড় বিজয়। তিনি বলেন, যারা এ সংলাপ প্রক্রিয়ায় জড়িত ছিলেন এটি তাদের প্রচেষ্টার কারণে সম্ভব হয়েছে এবং সত্যিই এটি বড় সফলতা। ইরানের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বিষয়ক সংসদীয় কমিটির সদস্য আব্বাস আলী মানসুরি আরানির সঙ্গে বৈঠকে বেলজিয়ামের রাষ্ট্রদূত এসব কথা বলেন। বিবিসি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.