আমাদের কথা খুঁজে নিন

   

আদুরীকে নির্যাতনের দায় স্বীকার করলেন গৃহõ

কাজের মেয়ে আদুরীকে নির্যাতনের দায় স্বীকার করে বিচারকের কাছে জবানবন্দি দিয়েছেন গৃহকর্ত্রী নওরীন জাহান নদী। গতকাল মামলার তদন্ত কর্মকর্তা গৃহকর্ত্রী নদীকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করার আবেদন জানান। ঢাকা মহানগর হাকিম এরফান উল্লাহ নদীর জবানবন্দি রেকর্ড করেন। জবানবন্দি রেকর্ড শেষে তাকে কারাগারে পাঠিয়ে দেওয়া হয়। এর আগে শুক্রবার নদীকে তিন দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দেন আদালত। স্বীকারোক্তিতে নদী বলেন, 'আনিকাকে (আদুরী) আমি আয়রন, খুন্তি ও ব্লেড দিয়ে নির্যাতন করেছি। সে আমার বাসায় গত বছরের ডিসেম্বর মাসে কাজে যোগ দেয়। কাজে যোগ দেওয়ার পর সে কোনো দিন তার বাসায় যায়নি। সে কাজ ঠিকঠাক না করতে পারলে হাতের কাছে যা পেতাম তা দিয়ে তাকে নির্যাতন করতাম।' আদুরীকে নদী আনিকা নামে ডাকতেন। নদীর শিশু সন্তানকে জিম্মায় নেওয়ার আবেদন করলে হাকিম তা নাকচ করে দেন। এর ফলে নদী ওই শিশু সন্তানকে নিয়ে কারাগারে গিয়েছেন বলে জানান তার আইনজীবী রবিউল ইসলাম রবি।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.