ঝামেলা মিটে গেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন নিয়ে। নির্বাচন স্থগিতের যে আবেদন করা হয়েছিল, সেটা সুপ্রিম কোর্টের আপিল বিভাগ বাতিল করেছেন। ফলে বিসিবির ১০ অক্টোবরের নির্বাচন নিয়ে আর কোনো সমস্যা নেই। নির্বাচনে শুধু নাজমুল হাসানের সমর্থকরাই রয়েছেন। তারপরও নির্বাচন হবে মনে করছেন ক্রিকেট বিশ্লেষকরা। অবশ্য আজকের মনোনয়নপত্র প্রত্যাহারের দিন শেষে স্পষ্ট হয়ে উঠবে কোন কোন ক্যাটাগরিতে নির্বাচন হবে। শোনা যাচ্ছে, ক্যাটাগরি 'এ', 'বি' ও 'সি' তিন ক্যাটাগরিতেই নির্বাচন হবে।
'এ' ক্যাটাগরির ১০ পরিচালক পদের জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন ১৪ জন। এরমধ্যে সর্বোচ্চ চারজন জমা দিয়েছেন ঢাকা বিভাগে। রাজশাহী ও খুলনা বিভাগে জমা দিয়েছেন তিনজন করে। আকরাম খান চট্টগ্রাম বিভাগ থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। কিন্তু লড়াই করতে হচ্ছে বাংলাদেশের প্রথম অধিনায়ক নাইমুর রহমান দুর্জয়কে। দুর্জয় শুধু প্রথম টেস্ট অধিনায়কই ছিলেন না। ভারতের বিপক্ষে অভিষেক টেস্টে ১৩২ রানে ৬ উইকেট নিয়ে টেস্ট ক্রিকেট ইতিহাসের পাতায় আলাদাভাবে জায়গা করে নিয়েছেন দুর্জয়। এমন ক্রিকেট ব্যক্তিত্বকেও লড়াই করতে হচ্ছে বিসিবির পরিচালক হওয়ার জন্য।
তবে শোনা যাচ্ছে, শেষ মুহূর্তে ঢাকা বিভাগ থেকে মনোনয়নপত্র প্রত্যাহার করে নিতে পারেন সানিয়াত খান বাপ্পা ও মির্জা আফজালুর রহমান। যদি তারা প্রত্যাহার করে নেন, তাহলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবেন দুর্জয় ও মঞ্জুর কাদের। ক্রিকেট পাড়ায় জোর আলোচনা বাংলাদেশের প্রথম টেস্ট অধিনায়ককে পরিচালক পদে দেখতে চান বিসিবি সভাপতি। বিসিবি সভাপতি বহুবার জানিয়েছেন, বিসিবিতে পরিচালক হিসেবে আকরাম ও দুর্জয়কে দেখতে চান তিনি। এতেই পরিষ্কার বিসিবি সভাপতি দুই ক্রিকেট ব্যক্তিত্বের মস্তিষ্ককে কাজে লাগাতে চান দেশের ক্রিকেট উন্নয়নে। নির্বাচন করতে হচ্ছে খালেদ মাহমুদ সুজনকেও।
তার প্রতিপক্ষ বিসিবির বর্তমান অ্যাডহক কমিটির পরিচালক গাজী আশরাফ হোসেন লিপু। সুজন ১৯৯৯ সালের বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে অবিস্মরণীয় জয়ের নায়ক। পাকিস্তানকে ৬২ রানে হারানোর নায়ক ছিলেন সুজন অলরাউন্ডিং পারফরম্যান্স করে। ওই ম্যাচে ব্যাট হাতে ৩৪ বলে করেছিলেন ২৭ এবং বোলিংয়ে তার পারফরম্যান্স ছিল অসাধারণ। তার বোলিং স্পেল ছিল ১০-২-৩১-৩। সুজনের মেধা নিয়ে কোনো প্রশ্ন নেই ক্রিকেট পাড়ায়।
'এ' এবং 'সি' ক্যাটাগরির মতো নির্বাচন হতে যাচ্ছে 'বি' ক্যাটাগরিতেও। এই ক্যাটাগরির ১২ পরিচালকের জন্য মনোনয়নপত্র জমা দেন ২০ জন। বিসিবি সভাপতি নাজমুল হাসানের সমর্থক 'সম্মিলিত পরিষদ' জমা দিয়েছিল ১৫টি। আজ বিসিবি সভাপতি, আহমেদ সাজ্জাদুল আলম ববি ও ইসমাইল হায়দার মলি্লক তুলে নিবেন মনোনয়নপত্র। তিনজন বিসিবির পরিচালক হবে এনএসসির কোটায়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।