আমাদের কথা খুঁজে নিন

   

মালয়েশিয়া সফর বাতিল করলেন ওবামা

মার্কিন বাজেট পাস করা নিয়ে দেশটিতে চলমান সংকট নিরসনের জন্য মালয়েশিয়া সফর বাতিল করেছেন প্রেসিডেন্ট বারাক ওবামা। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাকের কার্যালয় থেকে এ খবর নিশ্চিত করা হয়েছে। আগামী ১১ অক্টোবর মালয়েশিয়ায় অনুষ্ঠেয় উদ্যোক্তা সম্মেলনে বক্তৃতা করার কথা ছিল ওবামার। এ ছাড়া ইন্দোনেশিয়া, ব্রুনাই ও ফিলিপাইন সফরে যাওয়ার কথাও ছিল তার। তিনি এ সফরে গেলে তা হতো ১৯৬৬ সালের পর প্রথম কোনো মার্কিন প্রেসিডেন্টের মালয়েশিয়া সফর। এ বিষয়ে গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ওবামার বদলে পররাষ্ট্রমন্ত্রী জন কেরি আগামী সপ্তাহে মালয়েশিয়া সফর করবেন এবং তিনিই এ সম্মেলনে বক্তৃতা করবেন। আল জাজিরা।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.