মার্কিন বাজেট পাস করা নিয়ে দেশটিতে চলমান সংকট নিরসনের জন্য মালয়েশিয়া সফর বাতিল করেছেন প্রেসিডেন্ট বারাক ওবামা। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাকের কার্যালয় থেকে এ খবর নিশ্চিত করা হয়েছে। আগামী ১১ অক্টোবর মালয়েশিয়ায় অনুষ্ঠেয় উদ্যোক্তা সম্মেলনে বক্তৃতা করার কথা ছিল ওবামার। এ ছাড়া ইন্দোনেশিয়া, ব্রুনাই ও ফিলিপাইন সফরে যাওয়ার কথাও ছিল তার। তিনি এ সফরে গেলে তা হতো ১৯৬৬ সালের পর প্রথম কোনো মার্কিন প্রেসিডেন্টের মালয়েশিয়া সফর। এ বিষয়ে গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ওবামার বদলে পররাষ্ট্রমন্ত্রী জন কেরি আগামী সপ্তাহে মালয়েশিয়া সফর করবেন এবং তিনিই এ সম্মেলনে বক্তৃতা করবেন। আল জাজিরা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।