আমাদের কথা খুঁজে নিন

   

অনিশ্চয়তার মুখে তিন দিনের ম্যাচ

ইনজুরির কারণে পর্যাপ্ত অনুশীলনের সুযোগ না পাওয়া দেশের নম্বর ওয়ান ক্রিকেটার সাকিব আল হাসানকে প্রথম টেস্টের আগে ঝালিয়ে নিতে সুযোগ দেওয়ার চেষ্টা ছিল নির্বাচকদের। এ জন্য বিসিবি একাদশে না থাকলেও শেষ মুহূর্তে নির্বাচকরা তাকে দলে অন্তর্ভুক্ত করেন। অনুশীলন ম্যাচে অংশ নিতে খেলোয়াড়রাও বুধবার চলে এসেছেন চট্টগ্রামে। দীর্ঘদিন পর ক্রিকেটকে এমএ আজিজ স্টেডিয়ামে ফেরাতে আয়োজকদের প্রায় সব প্রস্তুতিও শেষ করেছেন। কিন্তু সবার প্রস্তুতিতে বাদ সাধল বৃষ্টি। বন্দরনগরীতে গত কয়েকদিনের মুষলধারের বৃষ্টির কারণে অনিশ্চয়তার মুখে পড়েছে বিসিবি একাদশের সঙ্গে নিউজিল্যান্ডের তিন দিনের প্রস্তুতি ম্যাচটি। ভেন্যু ম্যানেজার ফজলে বারি খান রুবেল বলেন, আগামীকালের ম্যাচ হওয়া, না হওয়ার সব কিছু নির্ভর করছে বৃষ্টি ওপর। যদি রাত থেকে বৃষ্টি বন্ধ হয়, তাহলে আগামীকাল (আজ) খেলা হওয়ার সম্ভাবনা বেশি। তবে নাম প্রকাশ না করার শর্তে বিসিবির কর্মকর্তা বলেন, বর্ষণের কারণে মাঠের অবস্থা করুণ।

মাঠের সার্বিক অবস্থা দেখে মনে হচ্ছে অনুশীলন ম্যাচটি না হওয়ার সম্ভাবনাই বেশি।

গত বুধবার থেকে চট্টগ্রামে মুষলধারে বৃষ্টি হচ্ছে। টানা বৃষ্টির কারণে শেষ মুহূর্তের প্রস্তুতিও শেষ করা যায়নি চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়ামের। পর্যাপ্ত রোদ না পাওয়ায় শুকানো যায়নি আউট ফিল্ড। টানা বৃষ্টির কারণে আউট ফিল্ডের অবস্থা অনেকটা করুণ। গত রাতে বৃষ্টি পড়া অব্যাহত থাকলে এ অবস্থা আরও প্রকট আকার ধারণ করবে। আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আগামী দুই তিন দিন বৃষ্টি হওয়ার সম্ভাবনা বেশি। সব মিলিয়ে শঙ্কার মুখে পড়েছে এ ম্যাচটি।

একটি টেস্ট ও একটি তিন দিনের প্রস্তুতি ম্যাচ খেলতে বাংলাদেশ ও নিউজিল্যান্ড জাতীয় ক্রিকেট দল এখন বন্দরনগরী চট্টগ্রামে। গতকাল সকালে বেসরকারি বিমানের একটি ফ্লাইটে করে চট্টগ্রামে অবতরণ করে টাইগাররা। এর পর সকাল পৌনে দশটার দিকে হোটেল আগ্রাবাদে পেঁৗছে বাংলাদেশ দল। বিকালে চট্টগ্রাম আসেন নিউজিল্যান্ড। এর আগে হরতালে নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিউজিল্যান্ড দলের বুধবার চট্টগ্রাম যাত্রা বাতিল করা হয়।

আজ ৪ অক্টোবর থেকে বিসিবি একাদশের সঙ্গে চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে তিন দিনের প্রস্তুতি ম্যাচ খেলার কথা রয়েছে কিউইদের। এ ছাড়া ৯ অক্টোবর জহুর আহমেদ চৌধুরী বিভাগীয় স্টেডিয়ামে স্বাগতিক বাংলাদেশ দলের সঙ্গে পাঁচ দিনের প্রথম টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হবে। এ সফরে বাংলাদেশ-নিউজিল্যান্ড দুটি টেস্ট, ৩টি ওয়ানডে এবং একটি টি-২০ ম্যাচ খেলবে।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.