আমাদের কথা খুঁজে নিন

   

শেষ ম্যাচে মুখোমুখি বায়ার্ন-ম্যানসিটি

কাগজে-কলমে এই ম্যাচের কোনো গুরুত্ব নেই। কিন্তু বায়ার্ন মিউনিখের দর্শকরা জানেন, এর গুরুত্ব কতটুকু। জানেন ম্যানসিটির ভক্তরা। আজ উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে শেষ ম্যাচ খেলতে নামছে বায়ার্ন মিউনিখ-ম্যানসিটি। অ্যালাইঞ্জ এরিনার এই ম্যাচ বায়ার্ন মিউনিখের জন্য নতুন মাইলফলক স্থাপন করার সিঁড়ি। আর ম্যানসিটির জন্য উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্ব শুরু করার আগে নিজেদের আত্দবিশ্বাস বাড়িয়ে নেওয়ার মাধ্যম। চ্যাম্পিয়ন্স লিগে টানা ১০ ম্যাচ জয় করে এরই মধ্যে বার্সেলোনার টানা ৯ ম্যাচ জয়ের রেকর্ড ভেঙে দিয়েছে বায়ার্ন মিউনিখ। পেপ গার্ডিওলার শিষ্যরা এবার নতুন রেকর্ডটা আরও দূরে নিয়ে যেতেই পারে। এছাড়া অ্যালাইঞ্জ এরিনাতে গত ১৮ ম্যাচে টানা জয় পেয়েছে বায়ার্ন। এই রেকর্ডটাও তো ধরে রাখার বিষয় রয়েছে। অন্যদিকে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্ব নিশ্চিত করা ম্যানসিটির জন্য আত্দবিশ্বাস অর্জনই এখন প্রধান কর্তব্য। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলতে নামছে আজ ফেবারিট রিয়াল মাদ্রিদ, ম্যানইউ এবং জুভেন্টাসও। রিয়াল মাদ্রিদ এবং ম্যানইউ আগেই নকআউট পর্ব নিশ্চিত করলেও বিপদে আছে ইতালিয়ান চ্যাম্পিয়ন জুভেন্টাস।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.