আমাদের কথা খুঁজে নিন

   

মরিনহো-ময়েস মুখোমুখি

ওল্ড ট্র্যাফোর্ডের ডাগআউটে অনেক ম্যাচেই প্রতিপক্ষ হিসেবে ছিলেন হোসে মরিনহো। আলেঙ্ ফার্গুসনকে অনেকবার এ মাঠেই ধরাশায়ী করেছেন তিনি ম্যানইউর সেরা সময়েও। ২০০৪ সালে পোর্তোর কোচ হিসেবে চ্যাম্পিয়ন্স লিগে ম্যানইউকে পরাজিত করেছিলেন। চেলসির কোচ হিসেবেও এই মাঠে সফলতার পরিমাণ অনেক। সেই মরিনহো ওল্ড ট্র্যাফোর্ডের ডাগআউটে আরও একবার চেলসিকে নিয়ে হাজির। কিন্তু ফার্গুসন! পুরনো প্রতিপক্ষ বদলে গেছে ওল্ড ট্র্যাফোর্ডে। হোসে মরিনহোকে এবার লড়তে হবে ডেভিড ময়েসের সঙ্গে। ফার্গুসনের বিদায়ের পর ম্যানইউর নতুন কাণ্ডারি ময়েস। ম্যানইউ-চেলসির বাতাবরণে আজ মুখোমুখি হচ্ছেন মরিনহো-ময়েস। ইংলিশ প্রিমিয়ার লিগে গত দুই দশকে অপ্রতিদ্বন্দ্বী শক্তি হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছে ম্যানইউ। 'বিগ ফোর'-এর সময়েও তাদের আধিপত্য ছিল চোখে পড়ার মতোই। তবে চেলসির কাছে তাদের নাস্তানাবুদ হওয়ার ইতিহাসটা সাম্প্রতিককালেও বদলায়নি। গত পাঁচ ম্যাচে চেলসির বিপক্ষে ম্যানইউ একমাত্র জয়টা পেয়েছিল স্ট্যামফোর্ড ব্রিজে। তাও ২০১২ সালের ২৮ অক্টোবর। এরপর চার ম্যাচের তিনটিতেই জয় পেয়েছে চেলসি। সর্বশেষ ৫ মে ওল্ড ট্র্যাফোর্ডে ১-০ গোলের জয় পেয়েছে চেলসি। সাম্প্রতিক এই ইতিহাসটা ডেভিড ময়েস বদলাতে পারবেন কি না কে জানে। তবে মরিনহো তার পুরনো প্রতিপক্ষদের মুখোমুখি হতে পূর্ণ প্রস্তুতি নিয়েই আসছেন। 'আমি নতুন ফুটবলারদের পরোয়া করি না। সোমবার আমার বড় একটি ম্যাচ আছে এবং আমি এর জন্য প্রস্তুত।'

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.