আমাদের কথা খুঁজে নিন

   

বাংলাদেশ-ভারত মুখোমুখি

টি-২০ বিশ্বকাপে আয়োজনে মুগ্ধ বিদেশি দলগুলো। বাংলাদেশে আসা প্রতিটি দলই বলছে আয়োজনে কোনো কিছুই কমতি রাখেনি বাংলাদেশ। সবই সুন্দর, কিন্তু এক জায়গাতেই বড্ড বেসামাল। হ্যাঁ, আয়োজনে চাকচিক্য বজায় রাখলেও মাঠের লড়াইয়ে মোটেই কুলিয়ে উঠতে পারছে না। না পুরুষ, না মহিলা। দুটো দলই সমানে হেরে চলেছে। ঘুরে দাঁড়ানোর লক্ষণই তাদের মধ্যে দেখা যাচ্ছে না। মুশফিকরা আজ টি-২০ বিশ্বকাপে গ্রুপের তৃতীয় ম্যাচ খেলতে নামছে পাকিস্তানের বিপক্ষে। অন্যদিকে সিলেটে মহিলা আসরে বাংলাদেশ লড়বে ভারতের সঙ্গে। সত্যি বলতে কি ধারাবাহিক ব্যর্থতায় বাংলাদেশ ম্যাচ জিতবে এ আশা করার সাহস পাচ্ছেন না কেউ। বিশ্বকাপ শুরুর আগে অধিনায়ক সালমা খাতুন বলেছিলেন, তাদের টার্গেট সেমিফাইনাল। কিন্তু বাস্তবে বিশ্বকাপে অংশ নেওয়াটাই সালমাদের বিশাল প্রাপ্তি মনে হচ্ছে। আগের দুই ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ডের সামনে দাঁড়াতেই পারেনি। অন্যদিকে ভারতও দুই ম্যাচ হেরেছে, তারপরও বাংলাদেশ জিতবে এ আশা করা যাচ্ছে না। কিছুদিন আগে টি-২০ তিন সিরিজে ভারতের কাছে হোয়াইটওয়াশ হয়েছিল বাংলাদেশ। দুদলের শক্তির পার্থক্য এখানেই খুঁজে পাওয়া গিয়েছিল। ১ এপ্রিল বাংলাদেশ গ্রুপের শেষ ম্যাচ খেলবে শ্রীলঙ্কার বিপক্ষে। আজ সন্ধ্যা সাড়ে ৭টায় অপর ম্যাচে ইংল্যান্ড ও শ্রীলঙ্কা মুখোমুখি হবে।

সোর্স: http://www.bd-pratidin.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.