আমাদের কথা খুঁজে নিন

   

বসুন্ধরা সুইমিং কমপ্লেক্স সাভার গলফ ক্লাবে

দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপ এবার নির্মাণ করছে সুইমিং কমপ্লেক্স। সাভার গলফ ক্লাবের পাশেই নির্মিত হচ্ছে এই 'বসুন্ধরা সুইমিং কমপ্লেক্স'। এর পুরো অর্থায়ন করছে বসুন্ধরা গ্রুপ। সাভার গলফ ক্লাবে গতকাল কমপ্লেক্সটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান ও বাংলাদেশ সেনাবাহিনীর নবম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল চৌধুরী হাসান সারওয়ার্দী, বিবি, এনডিসি, পিএসসি।

দেশে প্রথমবারের মতো আন্তর্জাতিক মানের এই সুইমিং কমপ্লেক্স নির্মাণে বসুন্ধরা গ্রুপ ও সাভার গলফ ক্লাব কর্তৃপক্ষের মধ্যে গতকাল একটি চুক্তি স্বাক্ষরিত হয়।

বসুন্ধরার পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন গ্রুপের উপদেষ্টা (জনসংযোগ) এবং মানবসম্পদ ও প্রশাসন বিভাগের প্রধান লে. কর্নেল (অব.) খন্দকার আবদুল ওয়াহেদ। সাভার গলফ ক্লাবের পক্ষে এতে স্বাক্ষর করেন ক্লাবের ভাইস প্রেসিডেন্ট ব্রিগেডিয়ার জেনারেল মো. সিদ্দিকুল আলম শিকদার, এনডিসি, পিএসসি।

বসুন্ধরা সুইমিং কমপ্লেক্সে থাকছে মিউজিক্যাল ওয়াটার ব্যালে, যা এর আগে দেশের অন্য কোনো সুইমিং কমপ্লেক্স স্থাপন করা হয়নি। থাকছে সাঁতার শেখার সুযোগের পাশাপাশি ওয়াটার-থেরাপি। এ ছাড়া ক্লাব হাউস, প্রেসিডেনশিয়াল স্যুট ও সিঙ্গেল স্যটসহ অত্যাধুনিক সব সুবিধা তো থাকছেই।

আন্তর্জাতিক মানের এই সুইমিং কমপ্লেক্স নির্মাণে খরচ হবে ৪২ কোটি টাকা। কমপ্লেঙ্রে আয়তন ২৬ হাজার বর্গ ফুট।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বসুন্ধরা সুইমিং কমপ্লেক্স প্রকল্পের বিভিন্ন দিক প্রজেক্টরের মাধ্যমে পাওয়ার পয়েন্ট ও অ্যানিমেশনের সাহায্যে উপস্থাপন করেন স্থপতি মনজুর। কমপ্লেক্সে নির্মাণকাজ শেষ হতে সময় লাগবে ১ বছর ৯ মাস। কিন্তু ১ বছর ৩ মাসের মধ্যেই বসুন্ধরা সুইমিং কমপ্লেক্স ব্যবহার-উপযোগী হবে বলে জানিয়েছেন স্থপতি মনজুর।

বাংলাদেশ প্রতিদিনকে তিনি বলেন, 'বসুন্ধরা সুইমিং কমপ্লেক্সে যেমন থাকবে বিশ্বমানের সব সুবিধা, তেমনি এটি সাভার গলফ ক্লাবের সৌন্দর্যও বাড়িয়ে দেবে বহুগুণ। দেশের ইতিহাসে এটি একটি মাইলস্টোন। '

সাভার গলফ ক্লাবের এক বিবৃতিতে বলা হয়, 'বসুন্ধরা গ্রুপ দেশের খেলাধুলার উন্নয়নে বিরাট অবদান রাখছে। দেশের প্রধান খেলাগুলোর পাশাপাশি পিছিয়ে পড়া লৌকিক খেলাগুলোকে পৃষ্ঠপোষকতার মাধ্যমে নিয়মিত উজ্জীবিত করে যাচ্ছে বসুন্ধরা। এই সুইমিং কমপ্লেক্স নির্মাণের মাধ্যমে দেশের সাঁতারুদের প্রতিভা বিকাশে বৃদ্ধি পাবে অবকাঠামোগত সুবিধা।

'

সাভার গলফ ক্লাবে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশের খ্যাতনামা ইংরেজি দৈনিক ডেইলি সানের সম্পাদক আমির হোসেন, বসুন্ধরা গ্রুপের উপদেষ্টা (তথ্য ও গণমাধ্যম) মোহাম্মদ আবু তৈয়ব, সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর ইঞ্জিনিয়ার মো. আমান উল্লাহ, এক্সিকিউটিভ ডিরেক্টর ইঞ্জিনিয়ার মো. হেলাল উদ্দিন, বসুন্ধরা সিমেন্টের চিফ মার্কেটিং প্রমোশন অফিসার সাইফুল ইসলাম হেলালী, বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল ইউনিটের হেড অব ডিপার্টমেন্ট (ব্রান্ডিং ও মার্কেটিং) জসীম উদ্দিন। এ ছাড়া সাভার গলফ ক্লাবের পক্ষে উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল এনায়েত উল্লাহ, এনডিইউ, পিএসসি ও ব্রিগেডিয়ার জেনারেল মো. সাইফুল আবেদিন, পিএসসিসহ উচ্চপদস্থ সেনা কর্মকর্তারা।

 

 

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।