আমাদের কথা খুঁজে নিন

   

চার শিশুর মৃত্যু

টাঙ্গাইলে শুক্রবার সকাল থেকে দুপুরের মধ্যে চার নবজাতকের মৃত্যু সারা দেশে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। অভিভাবকদের অভিযোগ, মেয়াদোত্তীর্ণ ইনজেকশন ব্যবহার বা ভুল চিকিৎসায় ওইসব শিশুর মৃত্যু হয়েছে। ঠাণ্ডাজনিত সমস্যার কারণে চার শিশুকে ভর্তি করা হয়েছিল টাঙ্গাইল জেনারেল হাসপাতালে। তাদের একজনের বয়স ৪ দিন, দুজনের বয়স ৮ দিন এবং একজনের বয়স ২০ দিন। বৃহস্পতিবার হাসপাতালের এক চিকিৎসক শিশুদের জন্য ব্যবস্থাপত্র লিখে দেন। শুক্রবার সকাল সাড়ে ৯টায় সে ব্যবস্থাপত্র অনুযায়ী এক শিশুকে ইনজেকশন দেওয়া হয়। ইনজেকশন পুশ করার ২০ মিনিটের মধ্যে তার মৃত্যু হয়। ১২টার সময় অন্য তিন শিশুকে একই ইনজেকশন পুশ করলে কিছুক্ষণ পর তারাও প্রাণ হারায়। অভিভাবকদের পক্ষ থেকে মেয়াদোত্তীর্ণ ইনজেকশন বা ভুল চিকিৎসায় চার শিশুর মৃত্যু হয়েছে বলে অভিযোগ করা হলেও হাসপাতাল কর্তৃপক্ষ তা নাকচ করে দিয়েছে। হাসপাতালের একজন চিকিৎসক বলেছেন, ইনজেকশনের মেয়াদ ছিল ২০১৪ সাল পর্যন্ত। তবে ইনজেকশনে কোনো জীবাণু বা ভাইরাস ছিল কি না কিংবা ভুল চিকিৎসায় মৃত্যু ঘটেছে কি না সে বিষয়ে তদন্ত করা হবে। ইতোমধ্যে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। নকল, ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির জন্য যখন ওষুধ বিক্রেতাদের বিরুদ্ধে অভিযান চালানো নিয়ে বিতর্ক চলছে তখন টাঙ্গাইলে ইনজেকশন দেওয়ার পর চার শিশুর মৃত্যু জনমনে প্রশ্নের সৃষ্টি করেছে। মানুষ রোগ নিরাময়ের জন্য ওষুধ গ্রহণ করে। সে ওষুধ রোগ নিরাময়ের বদলে ঘাতক হয়ে দেখা দিতে পারে নকল, ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ গ্রহণের কারণে। আমরা মনে করি, টাঙ্গাইলে চার নবজাতককে কেন অকালে ঝরে পড়তে হলো তার কারণ উদঘাটনে তদন্ত কমিটি যথাযথ পদক্ষেপ নেবে। যে ইনজেকশন পুশ করার পর নিষ্পাপ চার শিশুকে প্রাণ হারাতে হলো তা আদৌ মানসম্মত ছিল কি না তা উদঘাটিত হওয়া উচিত। এ ইনজেকশনের প্রস্তুতকারক কারা সে বিষয়টিও নজরে আনতে হবে। আমরা মনে করি, চিকিৎসা ব্যবস্থার ওপর মানুষের আস্থা জিইয়ে রাখতে আসল কারণ উদঘাটনের সব চেষ্টাই করা হবে। এ ব্যাপারে দায়ী ব্যক্তিদের সাজা এবং চার শিশুর পরিবারকে ক্ষতিপূরণ দানের ব্যবস্থাও করতে হবে। চিকিৎসা মানুষের একটি অধিকার। এ অধিকার ক্ষুণ্ন হয় নকল, ভেজাল ও মানহীন ওষুধের কারণে। এর হোতাদের বিরুদ্ধে প্রশাসন কঠোর হবে আমরা এমনটিই দেখতে চাই।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.