সুনামগঞ্জে দিরাইয়ে জমি নিয়ে সংঘর্ষে এক শিশু নিহত হয়েছে। অপরদিকে সিলেট ও মাদারীপুরে পৃথক সংঘর্ষে আহত হয়েছেন অর্ধশতাধিক। প্রতিনিধিদের খবর-
সুনামগঞ্জ : দিরাই উপজেলার হাজারিপুর গ্রামে গতকাল জমি নিয়ে সংঘর্ষে সুজন মিয়া (১০) নামে এক শিশু নিহত ও উভয় পক্ষের ৮ জন আহত হয়েছেন। নিহত সুজন একই গ্রামের আক্তার হোসেনের ছেলে। স্থানীয়রা জানান, বিরোধপূর্ণ জমির দখল নিতে আবুবকর ও আক্তার হোসেনের পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় মাথায় ছুলফির আঘাতে ঘটনাস্থলেই মারা যায় সুজন। সিলেট : দক্ষিণ সুরমায় দুইদল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে অর্ধশতাধিক আহত হয়েছে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ২৫ রাউন্ড রাবার বুলেট ছুঁড়ে এবং একটি সাউন্ড গ্রেনেডের বিস্ফোরণ ঘটায়। দক্ষিণ সুরমার তেতলী ইউপির পুরান তেতলী ও আহমদপুর গ্রামের লোকজনের মধ্যে শুক্রবার রাতে এ সংঘর্ষ চলে। পুলিশ জানায়, তেতলী গ্রামের ইসলাম আলী ও সোনা মিয়ার মধ্যে পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধ চলে আসছিল। মাদারীপুরে আহত ১০ : মাদারীপুর প্রতিনিধি জানান, সদর উপজেলায় এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। উপজেলার পুরানবাজার এলাকায় কমিশনার আক্তার হাওলাদার ও ইটালি আক্তার হাওলাদারের মধ্যে বিরোধ চলছিল। এর জের ধরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।