আমাদের কথা খুঁজে নিন

   

বিভৎস স্বপ্ন

জীবন থেকেই নেই, জীবন নিয়েই লিখি :)

......... ...................আজ রাতে আবারো আমার ঘুম ভেঙে যাবে হয়ত আবারও তোমার নাম চিৎকার করে মোবাইলটা দেয়ালে ছুড়ে উল্লাস করব সে হবে এক আদিম উল্লাস। নয়ত হাতের কাছে থাকা কাচের গ্লাস ভেঙে হাত কেটে তোমার নাম লিখব হাত বেয়ে বেয়ে পড়বে নীল রক্ত; হ্যা,ভয়ার্ত গাঢ় নীল। অথবা বারান্দায় বিষন্ন পায়চারি বাইরের বৃষ্টির সাথে চোখের নিরব বন্ধুত্ব চোখ চিড়ে বের হয়ে আসা কবিতা হৃদয়ে গেঁথে গেঁথে অনুভূতির কবর রচনা করব। একাকী বসে অন্ধকারে ছায়াহীন আত্মাদের হেঁটে চলা দর্শন অথবা ওরিয়ন হবো অবুঝ আর্তেমিসের হাতে নিজেকে উৎসর্গ করে দিব। অথবা চায়ের বদলে ধুমায়িত হেমলক মুখে একটু একটু করে গভীর অন্ধকারে অজস্র হায়েনার হাসিতে ডুবে যাব না আজ রাতে ঘুম ভাঙানো ক্ষুধার্ত রক্ত পিশাচেরা আমার কাছে আসবে না আর আমি হব এক রক্তিম স্বপ্নদ্রষ্টা আজ রাতে তাই আমি দেখব একটা স্বপ্ন তোমাকে হত্যা করার স্বপ্ন নিজেকে মুক্ত করার স্বপ্ন যেখানে তোমাকে আমাকে ঘিরে থাকবে ঝাকে ঝাঁকে শকুনের দল মৃত মাংস ছড়ানো ছিটানো।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.