বন্দরনগরী চট্টগ্রামে এয়ারটেলের থ্রিজি সেবা পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে। নগরীর আগ্রাবাদ বাণিজ্যিক এলাকা ও সিইপিজেড এলাকায় ঈদুল আজহার আগেই এয়ারটেলের থ্রিজি সেবা উন্মুক্ত করা হবে। গতকাল সকালে নগরীর একটি হোটেলে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে দেশের অন্যতম বৃহত্তম এ মোবাইল অপারেটরটি। বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের সঙ্গে ভিডিও কলের মাধ্যমে এ সেবার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র এম মনজুর আলম। উপস্থিত ছিলেন দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালেক, চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম, এয়ারটেলের সিইও ও ম্যানেজিং ডিরেক্টর ক্রিস টবিট। অনুষ্ঠানে জানানো হয়, চলতি মাসের মধ্যে ঢাকা এবং চট্টগ্রামের গ্রাহকদের মাঝে বাণিজ্যিকভাবে থ্রিজি সেবা চালুর পরিকল্পনা আছে। চলতি বছরের নভেম্বরে সিলেটের প্রধান এলাকাগুলোতে থ্রিজি চালু করা হবে। একই সঙ্গে চলতি বছরের ডিসেম্বরে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের সব এলাকা এ সেবার আওতায় আনা হবে। ২০১৪ সালের জানুয়ারির মধ্যে সাতটি বিভাগীয় জেলায় থ্রিজি সেবা নিয়ে আসবে এয়ারটেল।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।