নাটোরে মহিষবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ব্যবসায়ী ও নৈশপ্রহরীসহ তিনজন নিহত হয়েছেন। এ ছাড়া হবিগঞ্জ, টাঙ্গাইল, গাইবান্ধা ও নারায়ণগঞ্জের রূপগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ
আরও চারজন নিহত হয়েছেন। প্রতিনিধিদের পাঠানো খবর-
নাটোর : গতকাল ভোর রাতে সদর উপজেলার একডালা এলাকায় মহিষবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি একটি চায়ের দোকানে ঢুকে পড়ে। এ ঘটনায় ট্রাকে থাকা মহিষ ব্যবসায়ী গাজীপুরের তাইজুদ্দিন ও হযরত আলী এবং নৈশপ্রহরী মুকুল হোসেন (৫০) নিহত হন।
হবিগঞ্জ : সদর উপজেলার অলিপুরে গতকাল দুপুরে ট্রাক-অটো রিকশার সংঘর্ষে অটোরিকশা যাত্রী মাহমুদা খাতুন (২৬) নিহত হয়েছেন। তিনি একই উপজেলার সুদিয়াখলা গ্রামের নুরুল হকের স্ত্রী।
টাঙ্গাইল : বঙ্গবন্ধুসেতু মহাসড়কের রসুলপুর এলাকায় গতকাল সকালে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও দুজন আহত হয়েছেন। আহতদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের পরিচয় পাওয়া যায়নি।
গাইবান্ধা : গাইবান্ধা-সুন্দরগঞ্জ সড়কের কুপতলা রেলগেট এলাকায় বৃহস্পতিবার রাতে ট্রাকের ধাক্কায় সাইকেল আরোহী তারা মিয়া নিহত হন। তার বাড়ি একই এলাকার দুর্গাপুর গ্রামে।
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) : ভুলতা ইউপির মর্তুজাবাদ সড়কে গতকাল দুপুরে মোটরসাইকেল চাপায় আহাদ মোল্লা (৫) নামে এক শিশু নিহত হয়েছে। আহাদ একই এলাকার আবদুর রউফ
মোল্লার ছেলে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।